"জমিজমা নিয়ে দ্বন্দের জের"
রংপুরের আওয়ামীলীগ সভানেত্রীকে মারপিট, বাড়িঘর ভাংচুরসহ লুটপাট
নিজস্ব সংবাদদাতা, রংপুরঃরংপুর সদরের জানকি ধাপেরহাটে রংপুর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সদ্যপুস্করিনী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেজিনা বেগম ও তার ভাগ্নেকে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে মারপিট, বাড়িঘর, দোকাপাট ভাংচুরসহ স্বর্ণালোংকার ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। বর্তমানে রেজিনা বেগমকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা মেরে দেয়ার অভিযোগ উঠেছে।
রংপুর সদর কোতয়ালি থানায় দায়ের কৃত অভিযোগ সুত্রে জানাযায়, ঘটনারদিন গত সোমবার আনুমানিক বিকেল ৫ টায় পারিবারিক জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে রেজিনা বেগমের ফুফাত ভাই জানকি ধাপেরহাট গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে হামিদুর রহমান, হাফিজুর রহমান ও হাজ্জাজুর মিয়া তাদের চত্ত্বরেই থাকা বোন মোছাঃ রেজিনা খাতুনের ঘরে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকী দেন। এতে তিনি প্রতিবাদ করলে তিন ফুফাত ভাই মিলে রেজিনা বেগম(৫৫) কে বেদম প্রহার করে। একপর্যায় রেজিনা বেগম মাঠিতে লুঠিয়ে পড়লে তাকে টানা হেচড়া করে শ্লীলতাহানিসহ গলা থেকে একটি স্বর্ণের চেইন, বিছানার নিচে থাকা ৬০ হাজার টাকা লুট করে। এসময় রেজিনার বেগমের আত্নচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ধাপেরহাট ও বাজারে ডাক্তারের চেম্বারে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভাগ্নে ফজলে রাব্বীর সার ও কীটনাশকের দোকানে অবস্থানকালে একটুপর হাজ্জাজুর গং আবারো দেশীয় অস্ত্রে- সস্ত্রে সজ্জিত হয়ে বাজারে প্রবেশ করে ভাগ্নে রাব্বির দোকানে হামলা চালায়। এসময় রাব্বির ক্যাশ বাক্স থেকে হাজ্জাজুর গং ফিল্মী স্টাইলে ২ লাখ ৫২ হাজার টাকা ছিনতাই করে। পরে ব্যবসায়ীরা এগিয়ে আসলে হাজ্জাজুর গং বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকী প্রদর্শন করে বীরদর্পে চলে যায়।
বর্তমানে রংপুর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সদ্যপুস্করিনী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অসহায় রেজিনা বেগম, তার ভাগ্নে রাব্বিসহ পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। রেজিনা বেগম ভয়ে বাড়িতেও ফিরতে পারছেননা।
এ বিষয়ে ভুক্তভোগী রংপুর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সদ্যপুস্করিনী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রেজিনা বেগম রংপুর জেলা মানবিক পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।