মিঠাপুকুরে  কুড়াল  দিয়ে পিতা হত্যা মামলার আসামী পুত্র গ্রেফতার

 

রুবেল ইসলাম,রংপুর।।

রংপুরের মিঠাপুকুরে পুত্র কর্তৃক চাঞ্চল্যকর পিতা হত্যা মামলার একমাত্র প্রধান আসামী জীবন কুজুরকে গ্রেফতার করেছে পুলিশ ।এ সময় হত্যার  সময় ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে

 গত শক্রবার( ১১ই জুন) দুপুর সাড়ে বারোটায় রংপুরের মিঠাপুকুরের হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়া গ্রামের ঘুমন্ত বাবা মোংলা কুজুর(৬০) কে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে তার একমাত্র ছেলে জীবন কুজুর (৩৮)

পিতা হত্যা মামলারা আমামী পুলিশের হাতে গ্রেফতার



পুলিশের বরাতে জানা যায়- ঘটনার দিন দুপুরে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন মোংলা কুজুর সময় তার একমাত্র ছেলে জীবন কুজুর ঘরে ঢুকে তার বাবার মাথায় কুঠার দিয়ে কোপ মেরে হত্যা করে পালিয়ে যায় এতে মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মোংলা কুজুর মারা যান উক্ত ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে জিবন কুজুর এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন মিঠাপুকুর থানার মামলা নং-২৮, তাং-১১.০৬.২১ ইং দন্ড বিধি ধারা-৩০২ ।

উক্ত হত্যাকান্ডের পর থেকে হত্যাকারী জীবন কুজুর (৩৮) পলাতক ছিল ঘটনার পর থেকে জিবন কুজুরকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর থানা পুলিশ অবশেষে গতকাল ইং ১৪.০৬.২১ তারিখ রাত্রি ১১.৩০ ঘটিকায় মিঠাপুকুর থানা পুলিশের একটি চৌকশ দল শঠিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে এরপর তার দেয়া তথ্যমতে হত্যাকাজে ব্যবহৃত কুড়ালটি তার বসতবাড়ি থেকে উদ্ধারপুবক জব্দ করা হয়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জীবন কুজুর একজন দিন মজুর সে ইট ভাটায় কাজ করত সে ব্যক্তিগত জীবনে বিবাহিত তার দুইটি বাচ্চা আছে তার মা / বছর আগে মারা গেছে বাবা, দুই সন্তান স্ত্রীকে নিয়ে তার সংসার জনশ্রুতি আছে যে, গত দুই বছর আগে জিবন কুজুরের মানসিক সমস্যা হয় এরপর বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করানো হয় সে বর্তমানে সুস্থ ছিল ঘটনার দিন সে হঠাৎ তার বাবার ঘরে ঢুকে সে কুড়াল দিয়ে তার বাবার মাথায় কোপ করে হত্যা করে পালিয়ে যায় সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে এবং সে একাই উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে বলে জানায়

ডি-সার্কেল সিনিয়র এএসপি কামরুজ্জামান বলেন- গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছেতিনিও আরও বলেন- যে কোনো ধরণের অপরাধ দমনে পুলিশের ভূমিকা অনস্বীকার্য ।