"সদর উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ "
রংপুর হোমিও কলেজের শিক্ষক ও সাংবাদিক
শরিফুজ্জামান রিপন আর নেই!
রংপুর হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক ও সাংবাদিক,
নিউ আদর্শ পাড়া নিবাসী শরিফুজ্জামান রিপন ভাই আর নেই। আজ সকাল সাড়ে ১১ টায় হার্ট অ্যাটাকে চলে গেলেন তিনি না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি আর ফিরবেন না, কথা হবেনা, দেখা হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আর থাকবেন না। এটি মেনে নেয়া বড়ই কষ্টকর। বড় অসময়ে চলে গেলেন শরিফুল ভাই! অনেক ভালো থাকবেন ওপারে। নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালো রাখবেন। জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমিন।
শরিফুজ্জামান রিপন ভাই দৈনিক যুগের আলোসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি এবং যুগের আলোর পত্রলেখক পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন। এ ছাড়াও ঢাকা থেকে প্রকাশিত একাধিক পত্রিকায় রংপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি রংপুর হোমিও কলেজ এর সিনিয়র শিক্ষক।
এদিকে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর সদর উপজেলা প্রেসক্লাব। এক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী অাত্নার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Post a Comment