রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী গ্রেফতার

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  আসামী গ্রেফতার
 

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ
০১ জন আসামী গ্রেফতার
 

গত ১৭ ডিসেম্বর, ২০২০ খ্রিঃ রাত অনুমান ২১.৩০ ঘটিকায় আরপিএমপি ডিবি টিমের অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন আসামী গ্রেফতার।




গত ১৭/১২/২০২০ খ্র্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে এস‌আই/(নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই/(নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এএসআই (নিঃ)/মোঃ আলতাব হোসেন,  কং/১১৬৫ মোঃ সরোয়ার হোসেন, কং/৮৩৯ মোঃ আনসারুল ইসলাম, কং/৬১০ মোঃ মতিবুর রহমান মুন্নাসহ আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ২৩ নং ওয়ার্ডস্থ পায়রা চত্বর থেকে ৫০ গজ পূর্ব দিকে এলজি শোরুম এর সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন ব্যক্তি মোঃ আল শাহারিয়ার চৌধুরী @ পরাগ এর পরিহিত জিন্স ফুলপ্যান্ট এর সামনের ডান পকেট হতে সাদা পলিথিনে মোড়ানো হালকা গোলাপি রঙের ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আল শাহারিয়ার চৌধুরী @ পরাগ, পিতা- মৃত এইচ এম মঞ্জুর চৌধুরী মনোয়ার, সাং- শালবন মিস্ত্রীপাড়া, ওয়ার্ড নং- ২৫, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।


উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।








Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget