রংপুরে দালাল চক্রের সাত সদস্য গ্রেফতার

 

রংপুরে দালাল চক্রের সাত সদস্য গ্রেফতার


রুবেল ইসলাম,রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)  কর্তৃক বিশেষ অভিযানে দালাল চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার সকালে গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক অভিযানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রধান প্রবেশ পথের  সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে দালাল চক্রের সাত সদস্যকে গ্রেফতার।


ঘটনার বিবরণীতে জানা যায়, রংপুর মহানগরী এলাকার রংপুর মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে প্রত্যহ যে সকল অসুস্থ রোগী আসে তারা নানাভাবে দালাল চক্রের সম্মুখীন হচ্ছে এবং এই দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের জোড় করে/বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ডাক্তার ও ক্লিনিক থেকে অ


ন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।


অদ্য ২০/১২/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি),  এসআই (নিঃ) মোহাম্মদ গোলাম মোর্শেদ, এসআই (নি) বাবুল ইসলাম, এসআই (নি) মোহাম্মদ নাজমুল ইসলাম, এসআই (নি) তসলিম উদ্দিন আহমেদ ও সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে রংপুর মেডিকেল কলেজ এর ইমারজেন্সি সামনে এবং মেডিকেল কলেজের প্রধান প্রবেশপথের সামনে চলাচলের পাকা রাস্তার উপর হতে চিকিৎসা নিতে আসা সেবা গ্রহীতাদের ও তাদের আত্মীয়স্বজনদের ইচ্ছাকৃত বাধাপ্রদান মারমুখী আচরণ এবং ভয়-ভীতি দেখানো, বাকবিতন্ডা করার সময় দালাল চক্রের সাত জন সদস্যকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামীরা হলো- ১) মোঃ আবুল কাশেম (৫০) পিতা- মৃত আক্তার হোসেন   সাং- হাসনা বাজার, ওয়ার্ড নং- ২ থানা- হাজিরহাট,২) মোঃ রফিক(৪১) পিতা- অকিবউদ্দিন সাল- কদমতলা, ওয়ার্ড নং-৩ থানা পরশুরাম, ৩) মোঃ আঃ মন্নাফ (৩৫) পিতা- তফেল উদ্দিন, সাং- হরিরাম পিরোজ, ওয়ার্ড নং-২,  থানা- হাজীরহাট,

 ৪) মোঃ দুলাল (৪৫) পিতা- মৃত আনচারউল্লাহ,  সা- সিও বাজার কেল্লাবন্দ, ওয়ার্ড ১৬ থানা - কোতয়ালী,৫) মোঃ খোরশেদ আলম (৬৭) পিতা- মোঃ মনছুর আলী, সাং- পান্ডার দিঘি ওয়ার্ড নং-৩ থানা- হাজিরহাট ৬) মোঃ ইসরাফিল (৩২) পিতা- মৃত এলাহী সাং- ধাপ কাকলী লেইন, ওয়ার্ড-১৯ থানা- কোতয়ালী সকলেই মহানগর রংপুর,৭) মোঃ জাহেদুল ইসলাম (৪৫) পিতা- এলাহী বকশ, সাং- একরচালী তারাগঞ্জ, থানা- তারাগঞ্জ, জেলা- রংপুর।



গ্রেফতারকৃত  আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget