মিঠাপুকুরে নারী মাদক ব্যবসায়ী আজুবা গ্রেফতার
রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নারী মাদক ব্যবসায়ীকে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ঐ নারীর নাম আজুবা বেগম।
ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ী আজুবা বেগম |
জানা যায়- উপজেলার বড়বালা ইউনিয়নে কেশবপুর যাওয়ার উত্তরে একডালা গ্রাম থেকে সাহাবুলের স্ত্রী আজুবা বেগম (৩২)কে ১৮ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাজাসহ হাতেনাতে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে প্রশাসনের আড়ালে মাদক ব্যবসা করে আসছে এই নারী দাবী এই এলাকাবাসীর। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান- সাহাবুল গাঁজার ব্যবসা করেন আর স্ত্রীকে দিয়ে ফেন্সিডিল ব্যবসা করেন।শহর থেকে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল আসে তার বাড়িতে আসেন ফেনসিডিল খাওয়ার জন্য।
তবে এই মাদক ব্যবসা করে গ্রামে সাহাবুল দোতলা ভিত্তি সম্পূর্ণ একটি বাড়ি নির্মান করেছেন এবং বাড়ির পিছনে লাগানো ভুট্টা ক্ষেতে ফেন্সিডিল লুকিয়ে রেখে এবং পূর্বে দিকে পুকুরের পাড়ে রেখে এই ব্যবসা পরিচালনা করেন।
সচেতন মহলের ও বিভিন্ন প্রশাসেনর তথ্যমতে - এই ইউনিয়নে প্রায় ১০৪ জন মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত এবং ১০৪টি স্থানে মাদক বিক্রি হচ্ছে।
আজুবা বেগমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Post a Comment