সাংবাদিক রতন সরকারের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি

 সাংবাদিক রতন সরকারের নামে

মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি

প্রেসবিজ্ঞপ্তি:
সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান বিশেষ প্রতিবেদক ও রিপোর্টার্স ক্লাবের সদস্য রতন সরকারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে রিপোর্টার্স ক্লাব রংপুর।
সভায় সাংবাদিক রতন সরকারের বিরুদ্ধে নিবন্ধনহীন বিপিডিএ এর জনৈক্য ব্যক্তি কর্তৃক মিথ্যা মামলার তীব্র নিন্দা, প্রতিবাদসহ মামলা প্রত্যাহরের দাবি জানানো হয়।
বুধবার (১৭ মার্চ) বিকেলে রিপোর্টার্স ক্লাব হলরুমে ক্লাবের সভাপতি হালিম আনছারীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক নেতারা বলেন, রংপুর বিভাগের সুধাকণ্ঠ হয়ে সব সময় প্রান্তঃজনের দুঃখ দুর্দশার চিত্র সময় টেলিভিশনের পর্দায় তুলে ধরার মাধ্যমে সাংবাদিক রতন সরকার ইতোমধ্যে উত্তর জনপদের জনপ্রিয় সাংবাদিক হয়ে উঠেছেন। কৃতী এই সাংবাদিকের নামে মামলা দিয়ে কণ্ঠরোধের কোনো ষড়যন্ত্র সাংবাদিক সমাজ মেনে নেবে না।

বক্তারা বলেন, সম্প্রতি বিপিডিএ নামক ২৬ দিনে ডাক্তার তৈরির কারখানার সব অনিয়ম দুর্নীতি লুটপাট ও শিক্ষার্থীদের সোনালী সময় ধ্বংসের আদ্যোপান্ত সময় সংবাদে তুলে ধরেন বিশেষ প্রতিবেদক রতন সরকার।
দুর্নীতিবাজ বিপিডিএ কর্তৃপক্ষ নিজেদের অনিয়ম দুর্নীতি আড়াল করতে বরাবরের মতো সাংবাদিকদের নামে নিয়ে আসা চাঁদাবাজির মুখরোচক অভিযোগ এনে আদালতে মামলা করে।
আমরা রিপোর্টার্স ক্লাব রংপুরের পক্ষ থেকে এমন মিথ্যা হয়রানিমূলক সাজানো কল্পকাহিনী সমৃদ্ধ মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই সেই সাথে বিপিডিএ এর মামলাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক শাহ বায়েজীদ আহমেদ, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম ইকবাল সুমন, সাহিত্য সম্পাদক আফরোজা সরকার, আমার সংবাদের রংপুর বিভাগীয় প্রতিনিধি মিজানুর রহমান মিজান, গাজী টিভির রংপুর প্রতিনিধি আজম পারভেজ, বায়ান্নর আলোর হারুন অর রশিদ, সাংবাদিক মিজানুর রহমান লুলু, আমিরুল ইসলাম, বিপ্লব হোসেন অপু, ইমরোজ ইমুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget