‘হামরা গরিব মানুষ বাবা! সরকার হামাক ট্যাকা দেছে। কিন্তুক চেয়ারম্যান মারি দেওচে। হামরা বিচার চাই?আকুতি মায়া রানীর

 মিঠাপুকুরে ভিজিএফ ও মানবিক সহায়তার 

টাকা চেয়ারম্যানের পকেটে


রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুস্থদের জন্য বরাদ্দ ভিজিএফ ও প্রধানমন্ত্রীর উপহারের টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিবাদ করায় চেয়ারম্যানের লোকজন স্থানীয়দের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার প্রতিবাদে মানবন্ধন করা হয়। পরে রংপুর-৫(মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট  বুধবার(১৯ মে) ভূক্তভোগীর লোকজন অভিযোগ করেছেন। 

ইউপি চেয়ারম্যান আফসার আলী



অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১৭ নং ইমাদপুর ইউনিয়নে ঈদুল ফিতরের ভিজিএফের ৪৫০ টাকা ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ৫০০ শত টাকা দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু চেয়ারম্যান প্রায় ৭০০ দুস্থের তালিকায় নিজের লোকজনদের নাম দিয়ে সেই টাকা উত্তোলন করেছেন। প্রায় ৫০ জন দুস্থ এ পর্যন্ত টাকা পায়নি। এর প্রতিবাদ করায় চেয়ারম্যানের লোকজন স্থানীয়দের ওপর হামলা চালায়। 

ইউপির সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া নামে একজন আহত হয়ে মিঠাপুকুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন । আহত শামীম মিয়া বলেন, চেয়ারম্যান আফছার আলী তার মোটরসাইকেল চালক মোনারুল ইসলামকে দিয়ে ৫০ জনের টাকা উত্তোলন করেছেন। এর প্রতিবাদ করলে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।

 নয়ন মিয়া বলেন,ভিজিএফের টাকার জন্য আমি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়েছিলাম। মাষ্টাররোলে আমার নামও ছিল। কিন্তু আমাকে চেয়ারম্যান টাকা দেননি। পরে শুনেছি তিনি টাকাগুলো উত্তোলন করেছেন। অপর র্কাডধারী প্রতিমা রানী বলেন, আমি এষনও ভিজিএফের টাকা পাইনি। শুনেছি কে যেন তুলে নিয়েছেন। অসহায়-দুস্থ লাবলু মিয়া, মিজানুর রহমান ও মায়া রানী আক্ষেপ করে বলেন,‘হামরা গরিব মানুষ বাবা। সরকার হামাক ট্যাকা দেচে। কিন্তুক চেয়ারম্যান মারি দেওচে। হামরা বিচার চাই। ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন,পাচঁজন কর্মকর্তা নামের তালিকা করেছেন। বিতরণে কোনো অনিয়ম হয়নি। অভিযোগ অস্বীকার করে ইমাদপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী বলেন, যারা অভিযোগ দিয়েছেন, তাদের নাম মাষ্টাররোলে নেই। তিনি আরও বলেন, ট্যাগ অফিসারের মাধ্যমে সুষ্ঠুভাবে টাকা দেওয়া হয়েছে। অনিয়মের কোনো সুযোগ নেই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া বলেন, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত স্বাপেক্ষে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।###


Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget