আরপিএমপির অভিযানে মাদকসেবনকারীসহ ব্যবসায়ী গ্রেফতার
রুবেল ইসলাম,রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক তিন বোতল ফেন্সিডিলসহ,২০০ গ্রাম গাঁজা এবং পাঁচ পিস ইয়াবা উদ্ধারসহ ০৪ মাদক ব্যবসায়ী ও ০২ জন মাদকসেবীসহ মোট ০৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
গত ১৫-০৫-২০২১খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ পুলিশ কমিশনার (ডিবি)(পুলিশ সুপার পদে পদোন্নতী প্রাপ্ত) জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন কর্মপরিকল্পনায় রংপুর মহানগরী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ০৩(তিন) বোতল ফেন্সিডিল, ২০০ গ্রাম গাঁজা এবং ০৫ পিস ইয়াবা উদ্ধারসহ ০৪ মাদক ব্যবসায়ী করা হয়।
ঘটনা-১ ঃ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর এসআই(নিঃ) স্বপন কুমার রায় এর নেতৃতে এএসআই(নিঃ) মোঃ আলতাব হোসেন, এএসআই(নিঃ) মোঃ তৈবুর রহমান এবং সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী থানাধীন বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ১৯নং ওয়ার্ডস্থ মেডিকেল পূর্বগেট চিকলীভাটা জনৈক মোঃ মোস্তাফিজার রহমান এর মালিকানাধীন ভাড়া প্রদানকৃত বাসা যাহার বাসা নং- ১১২, রোড নং- ১০ এর বিল্ডিং বাড়ীর প্রধান গেটের সামনে চলাচলের গলি রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ০৩(তিন) বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামী মোছাঃ লাইজু @ নুপুর (৩২), স্বামী-আব্দুর রহমান@সুমন, পিতা- লাভলু মিয়া, মাতা- মোছাঃ ফিরোজা বেগম, স্থায়ী সাং- আমাশু কুকরুল, থানা- পরশুরাম, মহানগর, রংপুর, বর্তমানে সাং- আরপিএমপি কোতয়ালী থানাধীন, পূর্বগেট চিকলীভাটা কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনা-২ ঃ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃতে এসআই (নিঃ) স্বপন কুমার রায়, এএসআই(নিঃ) মোঃ তৈবুর রহমান, এএসআই(নিঃ) মোঃ আলতাব হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন পশ্চিম পীরজাবাদ ব্যাপারী পাড়া থেকে ধৃত আসামী ০১। মোঃ জয়নাল হাজারী(৪৫), পিতা- মোঃ আঃ খালেক, মাতা- মৃত জোবেদা খাতুন, সাং- পশ্চিম পীরজাবাদ ব্যাপারী পাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর এর বসত বাড়ি তল্লাশী করে ২০০(দুইশত) গ্রাম শুকনো গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনা-৩ ঃ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর পুলিশ পরিদর্শক( নিঃ) জনাব মোঃ সালেহ আহমেদ পাঠান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতয়ালী থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন ১৩নং ওয়ার্ডস্থ মধ্য পীরজাবাদ রহমত পাড়া থেকে ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী ০১। মোঃ আতিকুল ইসলাম @ আতিক(৩২), পিতা- মোঃ বাবর আলী, মাতা- মৃত আমেনা বেগম, ০২। মোঃ মনিরুল ইসলাম@মনির (৩০), পিতা-মোঃ মনসুর আলী, মাতা-মৃত মর্জিনা, উভয়সাং- মধ্য পীরজাবাদ রহমতপাড়া, ওয়ার্ড নং-১৩, থানা- কোতয়ালী, আরপিএমপি, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনা-৪ ঃ গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ হারাগাছ থানা ও কোতয়ালী থানা এলাকায় পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হারাগাছ থানাধীন ০৯ নং ওয়ার্ডস্থ বাহারকাছনা বালিকা উচ্চ বিদ্যালয় এর সীমানার প্রাচীর এর ভিতর থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবনের আসামী মোঃ বারকিব হাসান @ রুমান (২৫), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং- বাহার কাছনা মুদিখানা, থানা- হারাগাছ, মহানগর, রংপুর কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে হারাগাছ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয় এবং কোতয়ালী থানাধীন নিসবেতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রাচীরের ভিতরে মাঠে মাদকদ্রব্য গাঁজা সেবনের প্রস্তুতিকালে উঅজইণ সিগারেটের শলাকার ভিতরে সামান্য পরিমান গাঁজা মিশ্রিত অবস্থায় ও একটি দিয়াশলাইসহ আসামী মোঃ সাব্বির হোসেন (২০), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- মোছাঃ শিল্পি বেগম, সাং- মধ্য পীরজাবাদ (মুন্সির মোড়), থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর-কে গ্রেফতার করা হয় ও গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়
Post a Comment