মিঠাপুকুরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় অঙ্গসংগঠনের দোয়া ও ইফতার মাহফিল
রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও উপজেলা ছাত্রদলের প্রয়াত নেতা ফিরোজ, আরাফাত, মিজান, জিয়ন ও সুজনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও বাংলাদেশসহ সারাবিশ্বে চলমান পরিস্থিতি নিয়ে দোয়া করা হয়।
ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার বিতরণ করছেন বিএনপি নেতা
বৃহস্পতিবার (৬ই মে)উপজেলার “ মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়” মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা কৃষকদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ।
দোয়া কামনায় বিএনপি অঙ্গসংগঠনের নেতারা |
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি একেএম রুহুল্লাহ্ জুয়েলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদলের সভাপতি সাদেকুল ইসলামের
সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক গোলাম রব্বানী, বিএনপি নেতা খাজানুর রহমান, হাবিবুর রহমান টিটুল, আমিরুল ইসলাম নিক্সন, আনোয়ারুল ইসলাম নয়ন, কৃষক দলের আহবায়ক হযরত আলী, শ্রমিক দলের সভাপতি আজমল বাবলু, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক রেজওয়ান হায়াত রিয়ন, সদস্য নিশাত মিরাজ, মেহেদুল, নুর-আমিন, তুহিনসহ প্রমুখ।
বিএনপির ইফতার মাহফিলে |
এছাড়াও করোনা ভাইরাস থেকে রক্ষায় মাস্ক বিতরণ করা হয়। দোয়া শেষে
ইফতার বিতরণ করেন বিএনপির আহব্বায়ক গোলাম রব্বানীসহ নেতাকর্মীরা।
Post a Comment