দুর্নীতির অবাধ সুযোগ সৃষ্টির আশংকা স্থানীয় সচেতন মহলের
গতকাল বুধবার মমিনপুর ইউনিয়ন পরিষদের ওয়েব সাইটের নোটিশ আর্কাইভে গিয়ে দেখা গেছে সেখানে মাত্র দশটি নোটিশ দেয়া হয়েছে। কোন বছরের কাবিখা, কাবিটা, এলজিএসপি, টিআর ও এলজিইডির ইউপিজিপি, চল্লিশ দিনের কর্মসৃজন কর্মসূচীসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা দেয়া হয়নি। ফলে এসব প্রকল্পের আওতায় বর্তমানে কোথায় কি হচ্ছে তা জানা যাচ্ছে না। ইউনিয়ন পরিষদের কার্যক্রম ক্যাটাগরীতে বাজেট লিংকে শুধুমাত্র ২০২০-২১ সালের বাজেট রাখা হয়েছে। বাকী বছর গুলোর বাজেট কপি নেই।
ডিজিটাল আইন অনুয়ায়ী, সরকার নিয়ন্ত্রিত সকল প্রোর্টালে নাগরিকদের জন্য সঠিক তথ্য হালনাগাদ করা শর্ত। কিন্তু এসব শর্ত মানেন না মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব।
মমিনপুর ইউনিয়ন পরিষদের ওয়েব সাইটে তথ্য অধিকার আইন অনুযায়ী, ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে সকল প্রকল্প তালিকা, ইউনিয়ন পরিষদের মাসিক মিটিং এর কার্য বিবরনীর তথ্য, বিভিন্ন নোটিশ, সুবিধা ভোগীদের তালিকা থাকা বাধ্যতামূলক।
এ বিষয়ে মমিনপুর ইউপি চেয়ারম্যান কল্পোনা বেগমেরর বক্তব্য জানতে একাধিকবার সেল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারী কর্মকর্তা বলেন, দুর্নীতি মুক্ত দেশগড়ার লক্ষে ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। এটি শতভাগ কার্যকর হলে প্রকল্পের টাকা লোপাট করার কোন সুযোগ থাকবে না।
জেলা তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন বলেন,রংপুর জেলার সকল দপ্তরকে নিজনিজ ওয়েবসাইট হালনাগাদ করার জন্য চিঠি দেয়া হয়েছে।
Post a Comment