মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি ১০ কেজি চাল
রুবেল ইসলাম , রংপুর।।
রংপুরের মিঠাপুকুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরন শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে সদর দুর্গাপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দাদের মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপহারের চাল প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান, উপ সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার ,ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, মিঠাপুুকুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোস্বামীসহ প্রমূখ ।]
সুবিধাভোগীর হাতে ১০ কেজি চাল তুলে দিচ্ছেন চেয়ারম্যান সাইদুর
ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার জানান- ইউনিয়নের বৃহত্তর ১ নং ওয়ার্ড বর্তমান ১,২ ও ৩ নং ওয়ার্ডের ৩১৩১ জন অসহায় নারী-পুরুষকে এই সুবিধা প্রদান করা হচ্ছে । পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ইউনিয়নের ৮৯৯৫ জন সুবিধাভোগী এই সুবিধা পাবেন । বর্তমান বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসকে মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে খন্ড খন্ড করে এই চাল বিতরণ করা হচ্ছে।
Post a Comment