পীরগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার-১
আল কাদরি কিবরিয়া সবুজ, স্টাফ রিপোর্টার:-
রংপুরের পীরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে ।
অভিযোগে জানা গেছে, উপজেলার ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের আঃ ওয়াহেদ মিয়ার পুত্র পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন গত ১০ জুলাই দুপুরের পর পাকুরিয়া মসজিদে নামাজ শেষে বাড়ী ফিরছিলেন। এ সময় পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত্যু মোবারক হোসেনের পুত্র এজারুল ইসলাম সহ ক’জন আকস্কিক ভাবে লাঠি ও অস্ত্র হাতে হত্যার উদ্যেশ্যে আনোয়ার হোসেনকে আক্রমন করে তাকে এলাপাথারী প্রহার ও মাথায় ধারালো অস্ত্রাঘাত করে। এসময় গ্রামবাসী এগিয়ে এসে আনোয়ারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আনোয়ার হোসেনের ভাই ওবায়েদুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করে। যার নং-১০/৩০০। মামলার তদন্ত কর্মকর্তা এস আই তোজাম্মেল হোসেন এজাহার নামীয় আসামী এজাহারুল হককে গ্রেফতার করে কোর্টে প্রেরন করেছেন।
Post a Comment