রংপুরে পিক-আপের ধাক্কায় অটোচালক নিহত

 রংপুরে পিক-আপের ধাক্কায় অটোচালক নিহত


রংপুর অফিস

রংপুরে  পিক আপের ধাক্কায় কামাল হোসেন (৩৫) নামে এক অটো (ইজিবাইক) চালক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুই অটো যাত্রী। তাদের গুরতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




বৃহস্পতিবার (৮জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মর্ডান মোড়ের মডেল কলেজের সামনে রংপুর -ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর- ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।


পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর মর্ডান মোড় ধর্মদাস এলাকায় রংপুর থেকে একটি অটো রিকশা রংপুরের মিঠাপুকুর যাচ্ছিলো এ সময় বিপরীত থেকে মাছ বাহি একটি পিকআপ পিছন থেকে অটো রিকশাকে চাপা দিলে ঘটনা স্থলেই অটো চালক কামাল হোসেন নিহত হয়। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে রংপুর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধিন আছে ।


বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রো পলিটন পুলিশের তাজহাট থানার ওসি আখতারুজ্জামান বলেন- পিকআপটি অটোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটো চালক নিহত হন।বর্তামনে যান চলাচল স্বাভাবিক রয়েছেও বলে জানান তিনি।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget