মিঠাপুকুরে ঝাড়ুদার দিয়ে চলছে চিকিৎসা সেবা উপ-স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা
রুবেল ইসলাম,রংপুর ।।
রংপুরে নিভৃত পল্লীতে চিকিৎসা সেবা নিশ্চিত করণে গড়ে উঠা উপ-স্বাস্থ্য কেন্দ্রে অভিজ্ঞতা সম্পূর্ণ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ থাকলেও ঝাড়–দার দিয়েই চলছে সেবার কার্যক্রম । নিয়োগপ্রাপ্ত চিকিসৎককে দেখেনি জনসাধারণ পায়নি চিকিৎসাসেবা বলে অভিযোগ এলাকাবাসীর । অপরদিকে উপ-স্বাস্থ্যকেন্দ্রটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হলে তৎকালীন চেয়ারম্যানের সহযোগিতায় হয়েছে সীমানা প্রাচীর। কিন্তু বর্তমান চেয়ারম্যান শ্রীহীন ভাবে পড়ে থাকা এই উপস্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে যথসামন্য কাজ করেই বাকী টাকা আত্মসাৎ করেছেন বলে দাবী স্থানীয়রা ।
খোড়াগাছ উপ-স্বাস্থ্যকেন্দ্র |
রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সেবা নিশ্চিত করণে খোড়াগাছ উপ-স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠার পরেই নিভৃত পল্লীর মানুষদের স্বাস্থ্যসেবায় স্বাস্থ্যকেন্দ্রে ১ জন মেডিকেল অফিসার,১ জন মেডিকেল এসিসট্যান্ট,১ জন ফার্মাসিষ্ট ও ১ জন এমএলএসএসসহ মোট ৪ টি পদে নিয়োগ প্রদান করা হয়। ৪টি পদে নিয়োগ থাকলেও ১ জনকে দেখতে পান রোগী ও এলাকাবাসী।
এলাকাবাসীরা জানায়-এখানে ঝাড়–দারের পোষ্ঠে যিনি আছেন তিনিই শুধু জ্বর ও আমাশয় এর ঔষধ প্রদান করেন। এছাড়া আরও দাবী ঝাড়–দাড়ই রেজিস্টারে লিখেন এবং আর কোন কর্মকর্তাকে দেখতে পাওয়া যায় না- বলে অভিযোগ ।
উপজেলার সমগ্র মানুষদের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে এইসব উপস্বাস্থ্য কেন্দ্র এবং সেবা প্রদানে নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ চিকিৎসক কিন্তু তারা কোনদিন এই হাসপাতালে আসেননি অথচ তাদের বেতন প্রদান করা হচ্ছে ।
হাসপাতালের অনিয়ম-দূর্ণীতি এবং ঔষধ চোরকে ধরতে গিয়ে ১৯৮৮ সালে অস্ত্র মামলার আসামী হতে হয় এলাকাবাসীকে । এছাড়া বর্তমানে উপস্বাস্থ্য কেন্দ্রটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে ।
২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ এর মাধ্যমে হাসাপতালে অবকাঠামো উন্নয়নে সংস্কার করণ প্রকল্পের মাধ্যমে জন্য ১ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয় । বর্তমান ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠান “ মের্সাস আখিরা ট্রেডার্স” এর মাধ্যমে ইউপি সদস্য আলমগীর হোসেনকে সভাপতি করে যথসামান্য কাজ করে ইউপি সদস্যসহ বাকী টাকা আত্মসাৎ করেছেন বলে দাবী এলাকাবাসী । এছাড়াও চেয়ারম্যান নিজেই উদ্বোধন করেন ।
এই সব বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামানের সাথে পরিষদে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Post a Comment