পীরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে
কোরআন খতম ও দোয়া মাহফিল
রুবেল ইসলাম,রংপুর ।।
রংপুরে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১০টি এতিম খানায় কোরআন
খতম ও দোয়া্ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার(১৫ই আগস্ট) দিনব্যাপী
পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার এতিম খানায় কোরআন খতম ও দোয়া্ মাহফিল আয়োজন
করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তু
।
খতমে কোরআন তেলওযাত করছেন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা |
উপজেলার ৩ নং বড়দরগাহ্ ইউনিয়নের
বেলবাড়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসা, ৬ নং টুকুরিয়া ইউনিয়নের মামরোজপাড়া মিফতাহুর নূর
হাফিজিয়া মাদ্রাসা, ৮নং রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর হাফিজিয়া মাদ্রাসা, ৯ নং লালদিঘী ইউনিয়নের লালদিঘি হাফিজিয়া সিদ্দিকিয়
কাদেরিয়া দারুল উলুম কওমী মাদ্রাসা, ১০নং শানেরহাট ইউনিয়নের শানেরহাট ফয়জুল উলুম হাফিজিয়া,১২নং
মিঠিপুর ইউনিয়নের রহমানিয়া খানকা শরীফ হাফিজিয়া মাদ্রাসা, ১৩ নং রামনাথপুর ইউনিয়নের
বোর্ডের ঘর রইচ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা, ১৪নং চতরা ইউনিয়নের ইমাম বুখারী হাফিজিয়া
মাদ্রাসা,পীরগঞ্জ পৌরসভার থানা পাড়ায় আরিফুল উলুম তাবলীগুল ইসলাম আল-মাদানীয়া মাদ্রাসা
ও লিল্লাহ্ বোর্ডিং, পৌরসভার প্রজাপাড়ায় করিমননেছা নূরানী হিফজুল কোরআন বালিকা মাদ্রাসাসহ
১০টি স্থানে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত |
এছাড়াও প্রজাপাড়া পালপাড়া সার্বজনীন
কমিউনিটি সেন্টারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার সদস্যদের
নিয়ে শোকাবহ আগস্টের গুরুত্ব এবং জাতির জনক বঙ্গবন্ধুর এদেশে ভূমিকা নিয়ে আলোচনা শেষে প্রার্থনার আয়োজন করা হয়।
Post a Comment