মিঠাপুকুরে বনবিভাগের গাছ চুরির ৯দিনেও ব্যবস্থা নেয়নি বিট কর্মকর্তা

 মিঠাপুকুরে বনবিভাগের গাছ চুরির ৯দিনেও ব্যবস্থা নেয়নি বিট কর্মকর্তা


রুবেল ইসলাম,রংপুর অফিস

রংপুরের মিঠাপুুকুর  উপজেলায় সামাজিক বনবিভাগ কর্তৃক ইউকোলিপ্টাস গাছ রাতের আধাঁরে চুরি করলে চোরসহ গাছ ধরা পড়লেও ৯দিনেও কোন ব্যবস্থা  নেয়নি বনবিটের কর্মকর্তা । এতে ক্ষুদ্ধ এলাকাবাসী দাবী গাছ চোরের সাথে সখ্যতার ।

গত মঙ্গলবার ( ১০ই আগস্ট)  উপজেলার চেংমারি ইউনিয়নের বিলা হরিহরপুর গ্রামে বনবিটের লাগানো ইউকোলিপ্টাস গাছ চুরি করেন হাসান আলী নামে ব্যক্তি । সে বিলা হরিহরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ।

চোরাইকৃত গাছের গোলাই


প্রত্যক্ষদর্শী ও ফরেষ্ট গার্ড এর সাথে কথা বলে জানা যায়- চোরাই কৃত ইউকোলিপ্টাস  গাছ নিয়ে হাসান আলী নামে এক ব্যক্তি ভ্যানে করে ফকিরেরহাট নিয়ে আসলে স্থানীয়রা  আটক দেয় । পরে ফরেষ্ট গার্ড সুশীল চন্দ্র বর্মন চোরাই গাছ সত্যতা নিশ্চিত হলে বনবিট কর্মকর্তা খন্দকার রুহুল আমিনের সাথে কথা বলে চোরাইকৃত ইউকোলিপ্টাস গাছ জব্দ করে বন বিট অফিসে নিয়ে যান।নাম প্রকাশে অনিশ্চুক একজন জানান- হাসান আলীর বাড়িতে তোলা ঘরও বনবিটের চুরি করা গাছ দিয়ে তৈরী । তবে তাকে হাতে নাতে কখনও ধরা সম্ভব হয়নি ।

বনবিট কর্মকর্তা খন্দকার রুহুল আমিন জানান- একটি ইউকোলিপ্টাস গাছের দুইটি গোলাই যাহার একটির  বেড় সাড়ে ৪২ ইঞ্চি ও দৈর্ঘ্য ১০ ফিট এবং উপরের অংশের বেড় ২৪ ইঞ্চি এবং দৈর্ঘ্য ১০ ফিট আকারের নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দা হাকিমের ছেলে হাসান আলী জেএলনং-১০৬ এর একটি গাছ কাটেন।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে ।

 সামাজিক বনবিভাগের গাছ চুরির অপরাধে হাসান আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও এখন পযর্ন্ত কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি ঐ কর্মকর্তা । 



Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget