মিঠাপুকুরে শেখ কামালের জন্মদিননুষ্ঠানে মায়ের জন্মতারিখ ভূল বলেলেন চেয়ারম্যান
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসন সরকার |
রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ।এসময় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮ আগস্ট জন্ম তারিখ না বলে নারী দিবসের ৮ই মার্চের বলেন উপজেলা চেয়ারম্যান।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপেজলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ।এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা এশারদ আলী দলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার, ময়েনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছামছুল আলম, লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেয়ামুল হক মন্ডল, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শেখ কামালের জন্মদিনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন- করোনা ভাইরাস সংকলনের সময় বিশাল আয়োজনের সুযোগ নেই। আজকে যারা এই জন্মদিন অনুষ্ঠানে এসেছেন তাদের আগামী রোববার আবার আমতলায় জন্মদিন পালনের জন্য দুপুর বারোটায় ডাকেনে এবং সেদিনও জন্মদিন পালন মিলাদ ও দোয়া পালন করার কথা বলেন।সেই সময় তিনি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ আগস্ট এর জন্ম তারিখ না বলে নারী দিবসের ৮ই মার্চে তারিখ বলেন ।
Post a Comment