বদরগঞ্জে সন্ধ্যায় ঝগড়া, সকালে মিলল পল্লী চিকিৎসকের ঝুলন্ত লাশ
রংপুর প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলায় আতিকুর রহমান (৩৭) নামে এক পল্লিচিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । নিহত আতিকুর মাদক সেবন করতেন বলে দাবী করেন পরিবার । মাদক সেবন সংক্রান্তে ঘটনার আগের দিন বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয় ।
শুক্রবার (৬ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয় । আতিকুর রহমান ওই এলাকার ইউপি সদস্য ফজলুল হকের ছেলে ।
পুলিশ ও স্বজনরা জানায়, আতিকুর রহমান পেশায় পল্লী চিকিৎসক ছিলেন । সম্প্রতি বিভিন্ন কারণে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন । এ নিয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) বাবা ফজলুল হকের সঙ্গে তার ঝগড়া হয় । ওই রাতে নিজ শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন আতিকুর ।
শুক্রবার সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে । পরে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ।
বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি । ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে । এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি ।
Post a Comment