গাইবান্ধার গৃহবধুকে কেরোসিনের আগুনে হত্যা চেষ্টা,রংপুরে বার্ণ ইউনিটে ভর্তি
রুবেল ইসলাম,রংপুর
গাজীপুরের মাওয়া নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় শনিবার(১৮ই সেপ্টেম্বর) গভীর রাতে কেরোসিনের আগুনে ঝলসে যাওয়া খুশি আক্তার নামে এক গৃহবধুকে উদ্ধার করেন এলাকাবাসী। স্বামী কর্তৃক নির্যাতনের শিকার গৃহবধুর বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ি গ্রামে হাসান শেখের কনিষ্ঠ মেয়ে।
খুশি আক্তার জানায়-পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২০১৯ সালের ১২ই জুন গাইবান্ধার সদর থানার বল্লমঝাড় এলাকায় মাওলানা শরিফ মাহমুদের সাথে বিবাহ সম্পূর্ণ হয়। বিয়ের পর থেকে নানানভাবে যৌতুকের জন্য স্বামী ও শ্বাশুড়ী চাপ প্রয়োগ করেন।ইতিপূর্বে তার শ্বশুড় বিদেশ যাওয়ার কথা বলে ৮০ হাজার টাকা নেয় এবং ঘরের জন্য লক্ষাধিক টাকার ফার্নিচার দেয়।হঠাৎ স্বামী ও শ্বাশুড়ী আবার বাবার বাড়ি থেকে ডিসকভার মোটরসাইকেল কেনার জন্য টাকার চাপ করেন।সেই টাকা না নিয়ে আসায় প্রায়ই দুজনেই নির্যাতন করতো।এছাড়াও তার স্বামী ১০/১২ টি মেয়ের সাথে ইমুতে ভিডিও কলে কথা বলে বাধা দিলে ঘরের দরজা-জানালা বন্ধ করে স্পিকারে উচ্চ স্বরে ওয়াজ বাজিয়ে নির্যাতন করতেন বলে দাবী ঐ গৃহবধুর।এছাড়া বিভিন্ন সময়ে পার্কে গিয়ে মোবাইলে ছবি তুলে নিয়ে এসে তাকে দেখায় না দেখলে শুরু হয় নির্যাতন।বিভিন্ন সময়ে মাহফিলের কথা বলে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়।
স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা শরিফ মাহমুদ |
গত শনিবার রাতে খাবারের পর পরকীয়ায় আসক্ত স্বামীকে বাঁধা দিলে রাত দেড়টায় ঘুমন্ত অবস্থায় কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় স্বামী। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন।
আগুনে ঝলসে যাওয়া খুশি রমেকে চিকিৎসাধীন |
এ ঘটনায় পলাতক পরকীয়ায় আসক্ত ও যৌতুক লোভী শরিফের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী ভুক্তভোগী পরিবারের।
Post a Comment