মিঠাপুকুরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় মানববন্ধন

 মিঠাপুকুরে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় মানববন্ধন

মিঠাপুকুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যার প্রতিকার চেয়ে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলার ৪টি ইউনিয়নের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।



বুধবার দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমিতে মানববন্ধন ও র‌্যালী পালিত হয়। বেসরকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্ট এর সহযোগিতায় কাফ্রিখাল,রানীপুকুর,লতিবপুর ও পায়রাবন্দ ইউনিয়নের ৩৬ জন যুব অংশগ্রহণ করেন। এসময় কাফ্রিখাল যুব ফোরাম সভাপতি রুবেল ইসলাম,রানীপুকুর নবীন বরণ যুব ফোরাম সভাপতি শাহজাদা খান,লতিবপুর যুব ফোরাম সভাপতি আপেল মাহমুদ ও পায়রাবন্দ যুব ফোরাম সভাপতি পাবন সরকার বক্তব্য রাখেন।এসময় এম্পাওয়ার ইয়ূথ ফর ওয়ার্ক প্রজেক্ট এর টেকনিক্যাল অফিসার খায়রুল ইসলাম ও ফ্যাসিলেটর আহসান উল্লা,শাহনাজ পারভীন,শেফালী বেগম ও বেলাল হোসেন  উপস্থিত ছিলেন। 



 মানববন্ধন শেষে সকল যুব সদস্যদের মাঝে ১টি করে হাড়িভাঙ্গা আমের গাছ বিতরণ করা হয়।


Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget