মিঠাপুকুরে শিক্ষার্থীর কাছে প্রিয় শিক্ষক আরিজ আর নেই

 

মিঠাপুকুরে শিক্ষার্থীর কাছে প্রিয় শিক্ষক আরিজ আর নেই

রুবেল ইসলাম,রংপুর

শিক্ষার্থীদের কাছে ভালোবাসার আরেক নাম শিক্ষক আজিজুর রহমান (আরিজ)।আরিজ মাস্টার হিসাবে তিনি বেশ পরিচিত রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কোমরগঞ্জ বাজার এলাকায়। সহকারি সিনিয়ন শিক্ষক হিসাবে শিক্ষকতা করেছিলেন কোমর গঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।কখনও কখনও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।আবার নিজ হাতে গড়ে তোলা এই প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেন।শিক্ষকতা জীবনে অনেক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানকে উপহার দিয়েছেন সাধারণ ও ট্যালেন্টপুল বৃত্তি।



গত কয়েক বছর ধরে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে বহুদিন শয্যাসহী হওয়ার পর গতকাল সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।দুপুড়ে নিজ হাতে গড়া যে প্রতিষ্ঠান থেকে তিনি অবসর গ্রহণ করেন সেই প্রতিষ্ঠানের মাঠে দুপুড় আড়াইটায় অনুষ্ঠিত হয় জানাজা।পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সকলের প্রিয় এই শিক্ষককে।

মরুহুম এই শিক্ষকের জানায় উপস্থিত হন কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান,সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ,মিঠাপুকুর উপজেলা জামায়তে ইসলামী বাংলাদেশ এর আমির জয়নুল আবেদীন মাস্টার,স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষক,বন্ধু,সহকর্মী ও গণমান্য ব্যক্তিরা জানাজার নামাজে উপস্থিত হন।এনায়েতপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ নুরুল ইসলাম মরুহুমের জানাজার নামাজ পড়ান।

ব্যক্তিগত জীবনে আরিজ মাস্টার তিনটি ছেলে সন্তান ও একটি কন্যা সন্তানের বাবা ছিলেন।পিতার মতো তার সন্তানেরা শিক্ষকতা পেশায় নিয়োজিত।বড় ছেলে সাইদুল ইসলাম গিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন,মোজো ছেলে সাদেকুর ইসলাম সাহেব পিতা যে প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণ করেছেন সেই প্রতিষ্ঠানে সহকারি শিক্ষকের দায়িত্ব পালন করছেন,ছোটছেলে সাদেকুল ইসলাম রাজা মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকের দায়িত্ব পালন করছেন।একমাত্র মেয়ে আইনুরনাহার অনুমোদন অপেক্ষাধীন গোপিনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধানশিক্ষকের দায়িত্ব পালন করছেন।

 

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget