রংপুরে ফেসবুক কমেন্টে ধর্ম অবমাননা মাঝিপল্লীতে আগুন,পুড়ল ঘরবাড়ি

 

রংপুরে ফেসবুক কমেন্টে ধর্ম অবমাননা মাঝিপল্লীতে আগুন,পুড়ল ঘরবাড়ি

 

 

 

রুবেল ইসলাম,রংপুর

রংপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কমেন্টে এক তরুণের ধর্ম অবমাননার কথিত অভিযোগ তুলে প্রায় ৩০টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।রাবার বুলেট ও টিয়ারশেল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।আগুন নেভাতে পীরগঞ্জ মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে

সনাতন ধর্মাবলীদের আত্তনার্দ


 

গতকাল রোববার মধ্যরাতে ঘটনা ঘটেছে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়করিমপুর মাঝিপল্লীতে।এ ঘটনায় বিস্মিত এলাকাবাসী। সেখানে অন্তত ৪০টি বাড়িঘর পুড়েছে বলে স্থানীয়রা জানিয়েছে

আগুনে পুড়ছে গ্রাম 


 

স্থানীয়রা জানায়- রোববার দুপুরের দিকে মাঝিপাড়ার এক তরুণের নামে ফেসবুকে একটি আইডি থেকে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে।ফেসবুকের একটি পোষ্টে বি এস প্রবাস সরকার নামে আইডি থেকে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে ও কাবাঘরে কুকুরের প্রসাব কমেন্ট করে। এরপর বিকেলে মাঝিপাড়ায় হামলা করে একদল দুর্বৃত্তরা। হামলাকারীরা একটি মন্দিরসহ ৬৫টি বাড়িতে ভাংচুর লুটপাট চালায়। পরে রাতে তারা অন্তত ৩০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে পীরগঞ্জ মিঠাপুর ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট কাজ করে

আগুনে পুড়ছে সবকিছু 


 

মাঝিপাড়ার এক বাসিন্দা বলেন, আমার বাড়ির সব জিনিসপত্র লুট হয়ে গেছে। আমার তিনটি গরু মারা গেছে আগুনে। পুলিশ এসেছে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে

বাড়িঘর ভাংচুর ও চুরি


 

সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ফেইসবুকে ওই গ্রামের এক হিন্দু তরুণধর্মীয় অবমাননাকরপোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে গ্রামের মধ্যে উত্তেজনা ছড়ানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণের বসতবাড়ির আশপাশে অবস্থান নেয়। শেষ পর্যন্ত সেই বাড়িটি রক্ষা করা গেলেও হামলাকারীরা দূর থেকে কিছু বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে মোট ১৫-২০টি ঘর পুড়েছে

মন্দিরে আগুন


 

দুর্গাপূজা চলাকালে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে শুরু সহিংসতা শুরুর পর গত কয়েকদিনে তা ছড়িয়েছিল চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে। এবার এর রেশ ছড়ালো রংপুরেও

 

এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ৪০ জনকে আটক করেছে জেলা পুলিশ।

 

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget