মিঠাপুকুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি!স্বেচ্ছাসেবকলীগের সভাপতির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে
মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ ।গ্রেফতারকৃত নেতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
গত রবিবার সন্ধ্যায় বৈরাতী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের সক্রিয় ভূমিকায় দীর্ঘ ১৬দিন পর নিজ বাসা থেকে আটক করে মিঠাপুুকুর থানায় প্রেরণ করেন।
থানার অভিযোগ সূত্রে জানা যায়- উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৈরাতীহাট কাজিপাড়া এলাকার সরোয়ার মিয়ার পুত্র শাকিল দিশা তার ব্যক্তিগত ফেসবুক আইডি MD Shakil Disha দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ্ মোঃ রফিকুল ইসলাম তুহিন বাদী হয়ে মিঠাপুকুর থানায় অভিযোগ করেন। শালিক দিশা তার ফেসবুকে আইডিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলের চারটি ছবি দিয়ে লিখেন- আগামীর রাষ্ট্র নায়ক “তারেক রহমান” এবং ডাঃ জোবাইদা রহমানে’র নামে হাসিনার পেটিকোট থেকে বের হয়ে আসা ফরমায়েশি মিথ্যা মামলার মিথ্যা রায়ের বিরুদ্ধে রংপুর জেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল এবং ছাত্রদলেরর যৌথ বিক্ষোভ মিছিল। চোর হাসিনার দেয়া রায় মানিনা মানছিনা বলে ১৯জনকে ট্যাগ করে পোষ্ট করেন।
এই বিষয়ে মামলার বাদী রফিকুল ইসলাম তুহিনের সাথে কথা হলে তিনি জানান-গত ৩ই আগস্ট রাত্রী সাড়ে আটটার সময়ে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ে বসে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি Rafiqul Islam Tuhin দিয়ে বিভিন্ন ধরণের খবর দেখতেছিলেন। এমন সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে দেওয়া কটুক্তিমূলক,আপত্তিকর, মানহানিকর ও উস্কানাকি মূলক এই পোষ্ট সামনে আসলে তিনি তাৎক্ষণিক ভাবে স্কিনশট দেন।পরবর্তীতে বাদীর নাম ঠিকানা সংগ্রহ করে উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করেন।
মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান জানান- মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার দায়ে গত ৪ই আগস্ট মিঠাপুকুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। অভিযোগের পর থেকেই পলাতক ছিলো অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা। গোপন সংবাদের ভিত্তিতে সে বাড়িতে আসলে তাকে আটক করে নিয়ে আসা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায় বিজ্ঞ বিচারক।
Post a Comment