Latest Post

 শিলামনিকে শ্বাসরোধ করে ওড়না পেছিয়ে হত্যার অভিযোগ

রুবেল ইসলাম, রংপুর
রংপুরের বদরগঞ্জে জাহিদা আক্তার শিলামনি (২০) নামে এক নববধূকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে লাশ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনার পর শ্বশুড়বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন। 

 

 শুক্রবার (১১ ডিসেম্বর)  সকালের দিকে ঘটনাটি ঘটে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোনারপাড়া গ্রামে। শিলামনি পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার শাহ্ আব্দুর রউফ সরকারি কলেজের অনার্স বাংলা বিষয়ে শিক্ষার্থী ছিল। তার বাবার বাড়ি পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ১১ নং বড়বালা ইউনিয়নের কেশবপুর গ্রামে।

নিহত শিক্ষার্থী শিলামণি,দ্রুত বিচারের দাবী পরিবারের



নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই মাস আগে পারিবারিকভাবে সোনারপাড়া গ্রামের শফিকুল ইসলাম খোকা মেম্বারের পুত্র নাসিম সোনারের সঙ্গে শিলামনির বিয়ে হয়। বাবার বাড়ি থেকে বিয়েতে চার ভরি ওজনের স্বর্ণালংকার দেওয়ার কথা ছিল। কিন্তু হতদরিদ্র বাবা অলংকার তৈরি করে দিতে দেরি করেন। এ নিয়ে প্রায় সময় শিলামনিকে গালাগালসহ মানসিকভাবে নির্যাতন চালায় স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন। 

নিহতের পরিবারের ধারণা ওই বিরোধের জেরে গতকাল সকালে শিলামনিকে হত্যার পর তার লাশ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। পরে বিষয়টি প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে স্বামী নাসিম সোনাসহ বাড়ির লোকজন ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা সাহাবুল ইসলাম মন্ডল বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।


নিহতের চাচা আতাউর রহমান বলেন, বিয়েতে চার ভরি ওজনের অলংকার দেওয়ার কথা ছিল। টাকা জোগাড় করে মেয়ের বাবা অলংকার তৈরি করেন। কিন্তু অলংকার দিতে দেরি হওয়ায় মেয়েকে প্রায় সময় অকথ্য ভাষায় গালাগাল দিতেন শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনার জেরে পরিকল্পিতভাবে আমার ভাতিজিকে হত্যার পর লাশ ওড়না দিয়ে পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝোলানো হয়। আশপাশের লোকজনের মুখে খবর পেয়ে আমরা ছুটে এসে দেখি খাটের ওপর  লাশ ঝুলছিল। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছেন নিহতের শ্বশুড়বাড়ির লোকজন। এ ঘটনায় থানায় নিহতের পরিবারের পক্ষে মামলা নেওয়া হবে

 

"মিঠাপুকুর থানা পুলিশের অভিযানঃ দুই চোর
আটকসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার" 
 
রুবেল ইসলাম,রংপুর
 
রংপুরে এএসপি ডি সার্কেল রংপুর মহোদয়'র নির্দেশনায় মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুই মোটরসাইকেল চোরসহ একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করার খবর পাওয়া গেছে।।
 
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার এসআই মমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রংপুর সদরের কাটাবাড়ি মিলবাজার এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে পান্না মিয়া(৩৩) ও আনিছুল হক (৩০) নামে এ দু'জনকে চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়। 

 
আটক পান্নার বাড়ি মিঠাপুকুরের বালারহাট ও আনিছুলের বাড়ি রংপুর সদরের সদ্যপুস্করিনী ইউনিয়নের কাটাবাড়ি মিলবাজার এলাকায় বলে নিশ্চিত হওয়া গেছে।
 
অভিযোগ উঠেছে- পান্না ও তার স্ত্রীর বড়ভাই আনিছুল হক দীর্ঘদিন ধরে হাট- বাজার থেকে বাইসাইকেল, রিক্সা চুরি ছিনতাইয়ের সাথে জড়িত থেকে অপরাধ করে আসছিল এবং চোরাইকৃত মালামাল আনিছুল মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের রঙ্গাতীপাড়ায় তার শ্বশুড় শহীদুল ইসলাম নবানুর বাড়িতে গোপনে নিয়ে গিয়ে রাখত। 

 
মিঠাপুকুর থানায় আনিছুল ও তার শ্বশুরের নামেও একাধিক মামলা রয়েছে।

 

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget