"মিঠাপুকুর থানা পুলিশের অভিযানঃ দুই চোর
আটকসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার"
রুবেল ইসলাম,রংপুর
রংপুরে এএসপি ডি সার্কেল রংপুর মহোদয়'র নির্দেশনায় মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুই মোটরসাইকেল চোরসহ একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করার খবর পাওয়া গেছে।।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার এসআই মমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রংপুর সদরের কাটাবাড়ি মিলবাজার এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে পান্না মিয়া(৩৩) ও আনিছুল হক (৩০) নামে এ দু'জনকে চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়।
আটক পান্নার বাড়ি মিঠাপুকুরের বালারহাট ও আনিছুলের বাড়ি রংপুর সদরের সদ্যপুস্করিনী ইউনিয়নের কাটাবাড়ি মিলবাজার এলাকায় বলে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগ উঠেছে- পান্না ও তার স্ত্রীর বড়ভাই আনিছুল হক দীর্ঘদিন ধরে হাট- বাজার থেকে বাইসাইকেল, রিক্সা চুরি ছিনতাইয়ের সাথে জড়িত থেকে অপরাধ করে আসছিল এবং চোরাইকৃত মালামাল আনিছুল মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের রঙ্গাতীপাড়ায় তার শ্বশুড় শহীদুল ইসলাম নবানুর বাড়িতে গোপনে নিয়ে গিয়ে রাখত।
মিঠাপুকুর থানায় আনিছুল ও তার শ্বশুরের নামেও একাধিক মামলা রয়েছে।
Post a Comment