Latest Post

 

  • মুন্নী আক্তার
  • বিবিসি বাংলা, ঢাকা   
  • বাংলাদেশে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর বিতর্কিত একটি নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ।২০০৮ সালের পর ওই নির্বাচনে প্রথমবারের মতো সব রাজনৈতিক দল অংশ নিলেও তা নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে।বিরোধী রাজনৈতিক দলগুলোর বড় অভিযোগ হচ্ছে: দলীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত ও একচেটিয়াভাবে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।তবে এসব অভিযোগ মানতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। 
    ৩০শে ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের পরেও আওয়ামী লীগ সরকার কেন এতো শক্তিশালী?
    ৩০শে ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের পরেও আওয়ামী লীগ সরকার কেন এতো শক্তিশালী?


    দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে বিতর্কের বিষয়টিই আসলে কাল্পনিক।তিনি বলেন, "বিএনপি কাল্পনিক অভিযোগ করে লজ্জাজনক পরাজয়ের হাত থেকে নিজেদের রক্ষা করেছে।"

    রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচন একতরফা ছিল। ফলে ২০১৮ সালের নির্বাচনে অনেক প্রশ্ন বা অভিযোগের মুখে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কর্তৃত্ববাদী হয়ে ওঠে বলে তারা মনে করেন।

    রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, সংবিধানের সংশোধনী আনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয়েছে। এতে আরো কিছু অধ্যাদেশ সংযুক্ত করার মাধ্যমে, শাসন ক্ষমতায় যারা থাকবে তাদের হাতে বিশাল ক্ষমতা দেয়া হয়েছে।

    বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী কোন বিরোধী রাজনৈতিক দল গড়ে না ওঠাটাও একটা বড় কারণ যা সরকারকে টিকে থাকতে সহায়তা করেছে।

    তারা বলছেন, নির্বাচন নিয়ে কিছুটা বিতর্ক হলেও আওয়ামী লীগকে বড় ধরনের কোন বাধা মোকাবেলা করতে হয়নি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জিনাত হুদা মনে করেন, বাংলাদেশে সবচেয়ে বড় যে বিরোধী দল বিএনপি-সেটি আসলে আওয়ামী লীগের বিপক্ষে শক্তভাবে দাঁড়াতেই পারেনি।

    "সরকার পরিবর্তনের জন্য যে ঢেউ তুলতে হয় বিএনপি সেটি তুলতেই পারেনি," বলেন তিনি।

     

    দিলারা চৌধুরী বলেন, নিবাচন নিয়ে বিএনপির অবস্থান বড়ই ধোঁয়াশে।"একদিকে তারা বলছে নির্বাচন মানি না, অন্যদিকে তারা আবার তাদের সাংসদে পাঠিয়ে দিয়েছে।"এবিষয়টি সরকারকে এক ধরনের বৈধতা দিয়েছে বলে মনে করেন তিনি।

    তিনি বলেন, এছাড়্রও দলীয় রাজনীতিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। "যেখানে পার্টি ছাড়া স্থানীয় সরকার ইলেকশন হতো সেখানেও পার্টির সিম্বল দিয়ে ইলেকশন হচ্ছে।"

    দিলারা চৌধুরী মনে করেন, প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে দেয়া হয়েছে, যার ফলে কর্তৃত্ববাদী একটি সরকারের শাসন করতে সুবিধা হয়েছে।

    "বাংলাদেশে তো সেরকম কোন সিভিল সোসাইটি নাই। যারা ছিল তাদেরকে কো-অপট করে নিয়ে যাওয়া হয়েছে। ফলে যাদের ভয়েস তোলার কথা ছিল যে এ ধরনের নির্বাচন দ্বারা গণতান্ত্রিক সরকার হতে পারে না, তারা কোন ভয়েস ওঠায় নাই।"

    জিনাত হুদা মনে করেন, আওয়ামী লীগ কিছু ধারণা নিয়ে জনগনের সামনে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উন্নয়নের ধারণা যা মানুষ পছন্দ করেছে।ফলে কৌশলগতভাবেই বিএনপি পিছিয়ে গেছে বলে তিনি মনে মনে করেন।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের সামনে রাজনৈতিক দিক থেকে এখনও বড় কোন প্রতিবন্ধকতা নেই। কিন্তু নির্বাচন নিয়ে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসারও কোন উদ্যোগ তারা দেখছেন না।

 

অদ্য ০৫/০১/২০২১ খ্রিঃ গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক অভিযানে রংপুর মহানগরী এলাকা থেকে দালাল চক্রের ০৩ সদস্য গ্রেফতার।
ঘটনার বিবরণীতে জানা যায়, রংপুর মহানগরী এলাকার রংপুর মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে প্রত্যহ যে সকল অসুস্থ রোগী আসে তারা নানাভাবে দালাল চক্রের সম্মুখীন হচ্ছে এবং এই দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের জোড় করে/বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ডাক্তার ও ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
অদ্য ০৫/০১/২০২১ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক মহোদয়ের কর্মপরিকল্পনায় এসআই (নিঃ) মোঃ  আবু ছাইয়ুম তালুকদার , এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এএসআই (নিঃ) মোঃ  আলতাব হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি কোতয়ালী থানাধীন আপডেট ডায়াগনস্টিক সেন্টার এবং গ্যালাক্সি ডায়াগনস্টিক সেন্টার এর সামনে চলাচলের পাকা রাস্তার উপর হতে চিকিৎসা নিতে আসা সেবা গ্রহীতাদের ও তাদের আত্মীয়স্বজনদের ইচ্ছাকৃত বাধাপ্রদান মারমুখী আচরণ এবং ভয়-ভীতি দেখানো, বাকবিতন্ডা করার সময় দালাল চক্রের ০৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো-
    ০১। মোঃ আব্দুর রাজ্জাক (৩৮), পিতা- মৃত ছফের গাড়ীয়াল, সাং- উত্তম মুন্সিপাড়া, থানা- হাজিরহাট, রংপুর
                     মহানগর, রংপুর।
    ০২। মোঃ হাফিজুল ইসলাম (৩৮), পিতা- মোঃ কছিমুদ্দিন, মাতা- মোছাঃ জাহেদা বেগম, সাং- বাহাদুর সিং,
                     ওয়ার্ড নং- ০২, থানা- হাজিরহাট, রংপুর মহানগর, রংপুর।
    ০৩। মোঃ হাসানুর রহমান (২৬), পিতা- মোঃ আতিয়ার রহমান, মাতা- মোছাঃ হাসিনা বেগম, সাং- রনচন্ডি
                    পূবপাড়া, ওয়ার্ড নং- ০১, থানা- হাজিরহাট, রংপুর মহানগর, রংপুর।

গ্রেফতারকৃত  আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 মিঠাপুকুরে ধর্ষণের মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
রুবেল ইসলাম,রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে মামলাবাজ জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে দিয়ে ধর্ষণের মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রবিউল ইসলাম নামে একজন ভুক্তভোগী।

মিঠাপুকুরে ধর্ষণের মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
 মিঠাপুকুরে ধর্ষণের মিথ্যা মামলা ও পুলিশী হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন


সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নে পশ্চিম মুরাদপুর গ্রামের নিজ বাসভবনে পরিবারের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রবিউল ইসলাম লিখিত বক্তবে বলেন-তোফাজ্জাল হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে ৬৬ শতক জমি বন্ধক নেন জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন এলাকাবাসীর উপস্থিতিতে তিনশত টাকার ননজুডিশিয়াল স্টামে স্বাক্ষর করে রবিউল ইসলামের কাছে বন্ধন রাখেন। শান্তিপূর্ণভাবে জমিটি  ভোগ দখল করে আসছেন রবিউল ইসলাম। পরে আবার রবিউল ইসলামের কাছে চল্লিশ হাজার টাকা দাবী করলে টাকা না দেওয়ায় তার স্ত্রীকে দিয়ে মিঠাপুকুর থানায় গত ২৩-১২-২০২০ ইং তারিখে ধর্ষণের অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন কোন প্রকার তদন্ত ছাড়াই ধষণের মামলা রেকর্ড করে পুলিশ। মামলা রেকর্ড হলে ২৫-১২-২০২০ ইং তারিখে পুলিশ তদন্ত করতে আসেন।রবিউল ইসলাম আরও  বলেন- টাকা না দেওয়ায় জয়নাল আবেদীন তাকে দীর্ঘদিন ধরে মামলার হুমকি দিয়ে আসছেন। অবশেষে তিনি তার নামে স্ত্রীকে দিয়ে তিনজনের নামে মিথ্যা মামলা থানায় রেকর্ড করেন।
উল্লেখ্য গতমাসে গ্রামে প্রায় আটজনের নামে মিথ্যা মামলা করেন জয়নাল আবেদীন। এছাড়া তিনি এলাকার লোকদের হুমকি দিয়ে আসছেন যদি কেউ তার প্রতিবাদ করে তাহলে তার নামেও মিথ্যা মামলা করেন। এ জন্য এলাকাবাসী তাকে কারেন্ট জয়নাল নামে আখ্যায়িত করেছেন।


Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget