Latest Post

 রংপুরে ডিবি পুলিশ কর্তৃক হেরোইন উদ্ধারসহ মহিলা গ্রেফতার


রুবেল ইসলাম,রংপুর অফিস
রংপুরে মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ কর্তৃক দুই গ্রাম হেরোইন উদ্ধারসহ সীমা আক্তার নামে একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর সীমা আক্তার আশরতপুর মাছুয়াপাড়ার নূর হোসেন এর স্ত্রী।
 শনিবার দুপুড়ে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর সহকারী পুলিশ কমিশনার (ডিবি)ফারুক আহমেদ এর তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক ( নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে¡ এসআই (নিঃ) /আবু ছাইয়ুম তালুকদার,এসআই ( নিঃ)নাজমুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় আরপিএমপি তাজহাট থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে উক্ত থানাধীন  ১৫ নং ওয়ার্ডস্থ মর্ডান মোড়স্থ ইরফান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর দক্ষিণ পাশের্^ চলাচলের রাস্তার উপর থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধারসহ একজন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মেট্রোপলিটন তাজহাট থানায় আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।



 

রংপুরে চোর ও দূর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে চান মতিন-চাচ্ছেন নৌকার মনোনায়ন

 

রুবেল ইসলাম,রংপুর অফিস

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নকে বদলে দিয়ে মডেল ইউনিয়নে পরিণত করতে চান! ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন। এছাড়াও চোর ও দূর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে নিতে চান বাড়তি উদ্যোগ।

উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মোড়লপাড়ায় যুব সমাজ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামীলীগ  খোড়াগাছ ইউনিয়ন শাখার দীর্ঘ দিনের সদস্য হিসাবে দায়িত্ব পালন  শেষে  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন

২০২১ সালের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পদপ্রার্থী হিসাবে তিনি আত্মপ্রকাশ করেছেন। ইউনিয়নের উন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “গ্রাম হবে শহর” বাস্তবায়নে কাজ করতে চান উদীয়মান তরুণ এই নেতা।এজন্য প্রয়োজন দলীয় মনোনায়ন।

রংপুরে চোর ও দূর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে চান মতিন-চাচ্ছেন নৌকার মনোনায়ন

রংপুরে চোর ও দূর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে চান মতিন-চাচ্ছেন নৌকার মনোনায়ন

এ সময় তিনি আরোও বলেন-নির্বাচিত হলে প্রথমে ইউনিয়নকে দূনীতিমুক্ত করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি নিজেও কখনও দূর্নীতি করবেন না এবং কোন ইউপি সদস্যকেও দূর্নীতি করতে দিবেন না বলে প্রতিশ্রুতি করেন। এছাড়াও বয়স্কভাতা,বিধবা প্রতিবন্দী ভাতা বিনা টাকায় এবং কাজের বিনিময়ে খাদ্য প্রদানে শতভাগ গরিবের হাতে তুলে দিবেন বলে নিয়শ্চতা প্রদান করেন।

তিনি বলেন- রংপুরের হাড়িভাঙ্গা আম যে বিখ্যাত যা দেশ ‍কিংবা বিদেশে বিক্রি হয় তার উৎপাদন স্থল এই খোড়াগাছ ইউনিয়নে হওয়ায় চাষী ও ব্যবসায়ী নিরাপত্তা প্রদান করা এবং আর্ন্তজাতিকভাবে বাজারজাত করার ব্যবস্থা গ্রহণ করার কথা তিনি বলেন। আম চাষীদের আম উৎপাদনে কৃষির নানা রকম সুযোগের ব্যবস্থা প্রদানে কাজ করবেন।

মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে একমত পেষন করে তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।ইউনিয়নের কোথাও যাতে জুয়া খেলা না বসে এবং গরু চুরি থেকে রক্ষা করতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা চালু করবেন।

স্থানীয়ভাবে গ্রাম আদালতকে সক্রিয় করে তিনি মামলা জটিলতা নিরাসন করবেন বলে জনগণকে আশ্বাস প্রদান করেন।

 

মিঠাপুকুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে লালমিয়ার মোটরসাইকেল মহড়া

 

রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় খোড়াগাছ ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচন-২০২১কে সামনে রেখে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্জ্ব মোঃ মশিউর রহমান (লাল মিয়া) এর ডাকে সমর্থনে মতবিনিময় ইউনিয়নে মোটরসাইকেল মহড়া। মোটরসাইকেল মহড়ায় প্রায় হাজার মোটরসাইকেল অংশগ্রহণ করেন।

মাইক হাতে জনগনের সাথে মতবিনিময় লালমিয়া
মাইক হাতে জনগনের সাথে মতবিনিময় লালমিয়া

বুধবার দুপুড়ে ইউনিয়নের পাইকড়ের হাটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

মতবিনিময় সভায় লালমিয়া বলেন- নির্বাচিত হলে তিনি প্রথমে ইউনিয়নকে দূনীতিমুক্ত করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি নিজে যেন দূনীতিতো করবেন না এবং কোন সদস্যকে দূনীতি করতে দিবেন না। এছাড়া বয়স্কভাতা,বিধবা ও প্রতিবন্দী ভাতা বিনা টাকায় এবং কাজের বিনিময়ে খাদ্য প্রদানে শতভাগ নিয়শ্চতা প্রদান করেন।

হাজারও জনতার উপচে পড়া ভরা ভীড়

মতবিনিময় সভা শেষে মোটরসাইকেল শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন স্থানের প্রায় এক হাজার মোটরসাইকেল অংশগ্রহন করেন। প্রতিটি মোটরবাইকের চালক ও আরোহীকে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক প্রদান করা হয়।

 

  • মুন্নী আক্তার
  • বিবিসি বাংলা, ঢাকা   
  • বাংলাদেশে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর বিতর্কিত একটি নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ।২০০৮ সালের পর ওই নির্বাচনে প্রথমবারের মতো সব রাজনৈতিক দল অংশ নিলেও তা নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ রয়েছে।বিরোধী রাজনৈতিক দলগুলোর বড় অভিযোগ হচ্ছে: দলীয় সরকারের অধীনে নিয়ন্ত্রিত ও একচেটিয়াভাবে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।তবে এসব অভিযোগ মানতে রাজি নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। 
    ৩০শে ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের পরেও আওয়ামী লীগ সরকার কেন এতো শক্তিশালী?
    ৩০শে ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের পরেও আওয়ামী লীগ সরকার কেন এতো শক্তিশালী?


    দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে বিতর্কের বিষয়টিই আসলে কাল্পনিক।তিনি বলেন, "বিএনপি কাল্পনিক অভিযোগ করে লজ্জাজনক পরাজয়ের হাত থেকে নিজেদের রক্ষা করেছে।"

    রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচন একতরফা ছিল। ফলে ২০১৮ সালের নির্বাচনে অনেক প্রশ্ন বা অভিযোগের মুখে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য কর্তৃত্ববাদী হয়ে ওঠে বলে তারা মনে করেন।

    রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, সংবিধানের সংশোধনী আনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয়েছে। এতে আরো কিছু অধ্যাদেশ সংযুক্ত করার মাধ্যমে, শাসন ক্ষমতায় যারা থাকবে তাদের হাতে বিশাল ক্ষমতা দেয়া হয়েছে।

    বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী কোন বিরোধী রাজনৈতিক দল গড়ে না ওঠাটাও একটা বড় কারণ যা সরকারকে টিকে থাকতে সহায়তা করেছে।

    তারা বলছেন, নির্বাচন নিয়ে কিছুটা বিতর্ক হলেও আওয়ামী লীগকে বড় ধরনের কোন বাধা মোকাবেলা করতে হয়নি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জিনাত হুদা মনে করেন, বাংলাদেশে সবচেয়ে বড় যে বিরোধী দল বিএনপি-সেটি আসলে আওয়ামী লীগের বিপক্ষে শক্তভাবে দাঁড়াতেই পারেনি।

    "সরকার পরিবর্তনের জন্য যে ঢেউ তুলতে হয় বিএনপি সেটি তুলতেই পারেনি," বলেন তিনি।

     

    দিলারা চৌধুরী বলেন, নিবাচন নিয়ে বিএনপির অবস্থান বড়ই ধোঁয়াশে।"একদিকে তারা বলছে নির্বাচন মানি না, অন্যদিকে তারা আবার তাদের সাংসদে পাঠিয়ে দিয়েছে।"এবিষয়টি সরকারকে এক ধরনের বৈধতা দিয়েছে বলে মনে করেন তিনি।

    তিনি বলেন, এছাড়্রও দলীয় রাজনীতিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। "যেখানে পার্টি ছাড়া স্থানীয় সরকার ইলেকশন হতো সেখানেও পার্টির সিম্বল দিয়ে ইলেকশন হচ্ছে।"

    দিলারা চৌধুরী মনে করেন, প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে দেয়া হয়েছে, যার ফলে কর্তৃত্ববাদী একটি সরকারের শাসন করতে সুবিধা হয়েছে।

    "বাংলাদেশে তো সেরকম কোন সিভিল সোসাইটি নাই। যারা ছিল তাদেরকে কো-অপট করে নিয়ে যাওয়া হয়েছে। ফলে যাদের ভয়েস তোলার কথা ছিল যে এ ধরনের নির্বাচন দ্বারা গণতান্ত্রিক সরকার হতে পারে না, তারা কোন ভয়েস ওঠায় নাই।"

    জিনাত হুদা মনে করেন, আওয়ামী লীগ কিছু ধারণা নিয়ে জনগনের সামনে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উন্নয়নের ধারণা যা মানুষ পছন্দ করেছে।ফলে কৌশলগতভাবেই বিএনপি পিছিয়ে গেছে বলে তিনি মনে মনে করেন।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের সামনে রাজনৈতিক দিক থেকে এখনও বড় কোন প্রতিবন্ধকতা নেই। কিন্তু নির্বাচন নিয়ে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসারও কোন উদ্যোগ তারা দেখছেন না।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget