Latest Post

 রংপুরের হরিদেবপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণ" 

♦সাঁড়াশী অভিযান চালিয়ে ধর্ষক সাগর মহন্তকে

      গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ


নিজস্ব প্রতিবেদক

মায়ের কোল থেকে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী শ্রী সাগর মহন্তের বিরুদ্ধে । এঘটনার পর সাঁড়াশী অভিযান চালিয়ে ধর্ষক শ্রী সাগর মহন্তকে গ্রেফতার করেছে কোতয়ালী (সদর) থানা পুলিশ।

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিশ্বনাথপুর গ্রামে । বর্তমান শিশুটি রংপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসাধীন রয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার (এ -সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন সাংবাদিকদের জানান, অমানবিক ওই ঘটনাটি শোনার পর আমি ধর্ষককে গ্রেফতারের জন্য নির্দেশ দেই। বিভিন্নস্থানে অভিযানের পর ধর্ষক সাগর মহন্তকে মিঠাপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে। আমি তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে ধর্ষণের পুরো ঘটনাটি স্বীকার করেছে।




শিশুর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানাগেছে, মায়ের কোলে ছিল পাঁচ বছরের শিশু কন্যাটি। খেলার কথা বলে মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে যায় পার্শ্ববর্তী বাসিন্দা কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের এমএ ক্লাশে অধ্যায়নরত শিক্ষার্থী শ্রী সাগর মহন্ত । গরু রাখার ঘরে নিজের বিছানায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে সে। প্রচন্ড রক্ত ক্ষরণে শিশুটি অচেতন হয়ে পড়লে পালিয়ে যায় ধর্ষক শ্রী সাগর মহন্ত। 

একপর্যায়ে চিৎকার শুনে পরিবারে লোকজন ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহায়তায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষক শ্রী সাগর মহন্তের বিরুদ্ধে রংপুর কোতয়ালী (সদর) থানায় একটি মামলা দায়ের করেন। 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজার রহমান আমাদের এ প্রতিবেদককে জানান, ওই ধর্ষণের ঘটনাটি শোনার খবর পেয়ে সেখানে দ্রুত আমার অফিসার ও ফোর্স পাঠাই। অভিযুক্ত শ্রী সাগর মহন্তকে আটক করার চেষ্টা চালাই। পরে অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন স্যারকে বিষয়টি জানালে তাঁর নির্দেশে গত তিনদিন ধরে আসামী সাগর মহন্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে সাঁড়াশী অভিযান চালানো হয়। অবশেষে গতকাল শনিবার তাকে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

 রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

-----------------------------------------------------------------------------------
অদ্য ১৬-০৭-২০২১ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায় ও সার্বিক তত্ত¡াবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) জনাব মোঃ ফারুক আহমেদ এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরী কোতয়ালী ও মাহিগঞ্জ থানা এলাকায় দুটি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।


 প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছালেহ্ আহাম্মদ পাঠান এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ নাজমুল ইসলাম, এসআই(নিঃ) সবিন চন্দ্র মাহাতো এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে উক্ত থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ সাতগাড়া সবুজপাড়া জামে মসজীদের গলি জনৈক মোঃ আব্দুল কাদের(২২), পিতা-মোঃ জামাল উদ্দিন সাং- সাতগাড়া সবুজপাড়া, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর এর মুদি দোকানের সামনে চলাচলের গলি রাস্তার উপর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ভ্রাম্যমানভাবে বিক্রয়করা কালে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ এনামুল হক বিদ্যুৎ (৩২), পিতা মৃত ইসমাইল হোসেন মাতা- মোছাঃ রাবেয়া বেগম, সাং- সাতগাড়া সবুজ পাড়া, ওয়ার্ড নং-১৭,  থানা- কোতয়ালী, মহানগর রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।



অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওহাহিদ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ বাবুল ইসলাম, সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই(নিঃ) সবিন চন্দ্র মাহাতো এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে উক্ত থানাধীন কল্যানি ইউনিয়ন ০২ নং ওয়ার্ডস্থ ফতা মৌজাধীন নব্দিগঞ্জ বাজার হইতে আমতলী বাজার গামী ফরিদের ভাংগা ব্রিজের পাশের্^ ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী মোঃ ইয়াছিন আলী (৫২), পিতা-মৃত তাইজ উদ্দিন, মাতা- মৃত হালিমা বেগম, সাং- পশ্চিম বাহাগিলী, ইউপি কুর্শা,থানা-কাউনিয়া, জেলা-রংপুর কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।

  মিঠাপুকুর থানা পুলিশ কর্তৃক ফেন্সিডিল উদ্ধার !

মাদক সম্রাট চান মিয়া গ্রেফতার

রংপুর অফিস
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ৩২ বোতল ফেন্সিডিল সহ মাদক সম্রাট চান মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গতকাল বুধবার রাত সাড়ে আটটায় থানাধীন ১৫ নং হযরতপুর ইউনিয়ন এর ছোট হযরতপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী চান মিয়া 



দীর্ঘদিন ধরে ছোট হযরতপুর গ্রামে মৃত এমাজউদ্দীনের ছেলে মাদক সম্রাট চান মিয়া অরফে চান্দু (৫৮) ফেন্সিডিলসহ নানাবিধ নেশাদ্রব্য বিক্রয় করে আসছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন ।

ডি-সার্কেল সিনিয়র এএসপি কামরুজ্জামান জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মিঠাপুকুর ও পীরগঞ্জ থানায় ০৬ টি মাদক মামলা রয়েছে ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

রংপুরে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন



রংপুর অফিস 

রংপুরের পাগলাপীরে মাদক বিক্রিতা ও মাদকসেবি এবং কিশোর গ্যাং‘র হামলার শিকার হন সাংবাদিক নওশের আলম সুৃমন।তিনি সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও সদর প্রেসক্লাবের সদস্য। তার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও দোষীদের গ্রেফতারের দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে রংপুরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে পাগলাপীর জিরো পয়েন্টে সদর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি ও মানব কণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমি, সিনিয়র সহ সভাপতি ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি মামুন রশিদ, প্রথম আলোর বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল, এবং হাজিরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আল- আমিন রব্বানী  ও কেটিভি বাংলা ও বাংলাদেশ ট্রিবিউন রংপুর প্রতিনিধি রুবেল ইসলাম  প্রমুখ।




মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক সুমনের উপর হামলাকারী কিশোর গ্যাং এর সদস্য ও মাদকব্যবসায়ীদের গ্রফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, গত সোমবার ( ১২ জুলাই) পাগলাপীরের পাঠান পাড়ায় মাদকব্যবসায়ী কিশোর গ্যাং এর সদস্যরা এলাকাবাসীর উপর হামলা করলে সাংবাদিক সুমন খবর পেয়ে ঘটনা স্থলে ছবি তোলার চেষ্টা করে। এসময় সন্ত্রাসীরা সুমনের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে যায়। পরে এলাকাবাসী সুমনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রংপুর কোতোয়ালি (সদর) থানায় সাংবাদিক সুমন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 


আইনগত বিজ্ঞপ্তি

এতদ্বার সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে-খোর্দ্দ শান্তিপুর মৌজাস্থিত নিম্ন তফশীল বর্ণিত জমি পারিবারিক মৌখিক আপোষ বন্টন নামা মতে মালিক মরুহুম তোফাজ্জল হোসেন এর পুত্র মোঃ শহিদুল ইসলাম ওরফে মহিদুল ইসলাম,০৬(ছয়) শতক জমি মোঃ রবিউল ইসলাম এর নিকট সাফ বিক্রয় করার প্রস্তাব করেন এবং বায়না চুক্তি করেন।উক্ত জমিতে যদি কাহারো কোন দাবি দাওয়া বা ওজর আপত্তি থাকে বা কোন অর্থলগ্নী প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকে তা হলে অত্র বিজ্ঞপ্তি প্রকাশের ০৭(সাত) দিনের মধ্যে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে । অন্যথায় উহা নিষ্কন্টক বলে বিবেচিত হইবে । 


জমির তফশীল


জেলাঃ-রংপুর,থানাঃ-মিঠাপুকুর,মৌজাঃ-খোর্দ্দ শান্তিপুর,জে এল নংঃ- ১২৬ ,এস এ খতিয়ান নংঃ-৪১, এস এ দাগ নংঃ- ২৩৪,আর এস খতিয়ান নংঃ- ৯৯ আর এস দাগ নংঃ- ৩৭৫, জমি ৪১ শতকের মধ্যে ০৬(ছয়) শতক টাওয়ার সংলগ্ন উত্তর পাশের জমি।


যোগাযোগঃ- 

মোঃ শহিদুল ইসলাম

এ্যাডভোকেট

রংপুর জজকোর্ট,রংপুর ।

মোবাঃ- ০১৭১৪-২৩০৮৫২,০১৭৬৮-৪৫৫৭২২ 




মিঠাপুকুরে ৫ সন্তানের জনকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ


রুবেল ইসলাম,রংপুর ।।

রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে তিন সন্তানের জননীকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে পাঁচ সন্তানের জনক ফজলুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক ফজলুল হক পলাতক আছেন। 


গত বৃহস্পতিবার  রাত সাড়ে আটটার দিকে আকিজ বিড়ির ফ্যাক্টরি থেকে বাড়িতে আসার পথে হত্যার হুমকি দিয়ে জনৈক ঐ নারীকে মুখে গামছা দিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে ফজলুল মিয়া । 



এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোতাহার হোসেন লাভলু মিয়া  ও মহিলা ইউপি সদস্যার স্বামী মোঃ মোখলেছুর রহমান একাধিকবার বিচারের চেষ্টা করলে বিচারস্থলে ফজলুল ছেলেরা তার বাবাকে উপস্থিত করার সময় নেয়। নির্দিষ্ট সময়ে উপস্থিত না করে উল্টো বিচারকের হামলা চালায় তারা।


ধর্ষক ফজলুল মিয়া ইতিপূর্বে আরও অনেক মহিলার সাথে জোড়পূর্বক ধর্ষণ করার ও শালীনতাহানির চেষ্টা করেছে  বলে দাবী করেন এলাকাবাসী । এছাড়াও সে সুদের ব্যবসা করে বলে অভিযোগ করেন কেউ কেউ। 


চেংমারী ইউনিয়নে ইতিপূর্বে সে একজন মহিলার সাথে ধরা পড়লে তৎকালীন চেয়ারম্যান শামছুল ইসলাম তার বিচার করেন। এছাড়াও কুড়িগ্রাম ও লালমনির হাটে গিয়ে অনেক অনৈতিক কাজ করেন বলে দাবী করেন এলাকাবাসী । উপযুক্ত শাস্তি  ও ধর্ষকের দাবী করেন স্থানীয় মহিলা । 


নাম প্রকাশে অনিশ্চুক একজন মহিলা বলেন- বাড়ি থেকে একটু অদূরে রাস্তারন পাশে কয়েকটি দোকান সেখান থেকে মাঝে মধ্যে ঔষধ কিংবা প্রয়োজনীয় খরচ স্বামীর অবর্ত মানে নিয়ে আসে মহিলারা । এধরণের ধর্ষকেরা যদি একটু ফাঁকা জায়গায় লুকিয়ে থেকে শালীনতা হানীর চেষ্টা করে তাহলে তো মহিলাদের বেঁচে থাকা দায় হবে আত্মহত্যা ছাড়া কোন উপায় থাকবে না  বলে তিনি দাবী করেন ।


এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় অভিযোগ দিলে প্রাথমিক ভাবে পুলিশ ভিকটিম সার্পেট নেয় এবং মামলা করার প্রস্তুতি চলছে ।



Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget