রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান
রুবেল ইসলাম,রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক এক জন মাদক ব্যবসায়ী, এক জন মাদকসেবী এবং তাজহাট থানায় এক কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ এক জন আসামী গ্রেফতার করেছে পুলিশ ।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর তত্ত্বাবধানে ও নির্দেশনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাজহাট থানা এলাকায় পৃথক পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক জন মাদক ব্যবসায়ী এবং এক জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
এছাড়া গোয়েন্দা বিভাগ ডিবি টিম কর্তৃক তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ এরশাদ নগর ১ নং ব্লক এর প্রবেশ পথের সামনে ঢাকা -কুড়িগ্রাম মহাসড়ক এর পাশে সন্দেহভাজন একজন ব্যক্তির দেহ তল্লাশী করে তার প্যান্টের পকেটের ভিতর থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) পুড়িয়া শুকনো গাঁজা (যাহার ওজন ১০০গ্রাম ) উদ্ধারসহ শামীম হোসেন শান্ত (৪০) নামে একজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মহানগর তাজহাট থানার এরশাদ নগর এলাকার ফজলুল হকের ছেলে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।
গোয়েন্দা বিভাগ ডিবি টিম কর্তৃক তাজহাট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ তাজহাট উচ্চ বিদ্যালয়ের প্রাচিরের ভিতর থেকে গাঁজা সেবনের প্রস্তুতিকালে গাঁজা মিশ্রিত অবস্থায় একটি ডার্বি সিগারেট একটি দেয়শলাইসহ আসামী আপেল (২৪)নামে গ্রেফতার করা হয়। পুলিশ। গ্রেফতারকৃত আসামী মহানগর তাজহাট থানার মধ্য এরশাদ নগর এলাকার তমসের মিয়ার ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় প্রসিকিউশন দাখিল করা হয়।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন ধান গবেষণার ইন্সিটিটিউট এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর থেকে ০১ (এক) কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা (যাহার মূল্য ১০,০০০/- টাকা) বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখলে রাখার অপরাধে আসামী রতন মিয়া (২৫)কে গ্রেফতার করেছে। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ১নং শিমুলবাড়ি ইউনিয়ন মিয়াপাড়া এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য যে- রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।