Latest Post

 রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন কর্মপরিকল্পনায় মহানগরীর কোতয়ালী থানার পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

গতকাল রোববার এই সব আসামীকে  ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  আসামী গ্রেফতার করা হয়েছে।



ঘটনা-১ঃ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোতালেব হোসেন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ গোলাম মোর্শেদ সঙ্গীয় অফিসার এসআই নিরস্ত্র মোঃ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ শাহাদুল হোসেন এবং অন্যান্য ফোর্সের সহায়তায় আরপিএমপি  কোতয়ালী থানার ২০ নং ওয়ার্ডস্থ মুলাটোল  এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন রংপুর মুলাটোল এলাকায় জনৈক মোছাঃ সালেহা বেগম এর  তিনতলা বাসায় ধৃত আসামী মোঃ কাজী কামাল উদ্দিন(৬০) এর ভাড়া নেওয়া বাসার ভিতরে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর শয়নক্ষে তার হেফাজত হতে তার ডান হাতে থাকা একটি সাদা রংয়ের শপিং ব্যাগের মধ্যে নীল রংয়ের জিপার যুক্ত বায়ুরোধক পলিথিনের ভিতরে মোড়ানো অবস্থায় হালকা গোলাপী রংয়ের ৪০০(চারশত) পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। 



গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ কাজী কামাল উদ্দিন (৬০), পিতা-মৃত আব্দুল হক, মাতা-মালেকা খাতুন, সাং-মুলাটোল ওয়ার্ড নং-২০ থানা-কোতয়ালী, মহানগর, রংপুর।
                                                                                                                                                    
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।


ঘটনা-২ঃ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্তে এসআই (নিরস্ত্র) মোঃ  নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) গোলাম মোর্শেদ, এএসআই(নিঃ) মোঃ শাহাদুল হোসেন এবং অন্যান্য ফোর্সের সহায়তায় আরপিএমপি কোতয়ালী থানার ১৪ নং ওয়ার্ডস্থ দেওডোবা এলাকায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন রংপুর দেওডোবা ডাংগিরপার এলাকায় জনৈক প্রফেসর মোঃ আঃ হালিম (৬৫) এর ভাড়াদেওয়া নীচতলা উত্তর পুর্ব কর্নারে রুমে ধৃত আসামী মোঃ রাসেল এর ভাড়া নেওয়া বাসার ভিতরে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। 



    গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ রাসেল বাবৃু (২৪), পিতা-মোঃ আফজাল হোসেন, মাতা-মোছাঃ তহমিনা বেগম, সাং-লালদিঘি সোনার পাড়া, (জব্বার মাস্টার এর বাড়ীর পার্শ্বে) ইউনিয়ন-০৬ নং রাধানগর থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর; বর্তমানে-  ১৪ নং ওয়ার্ডস্থ দেওডোবা ডাংগিরপাড়,(চাইল্ড কেয়ার কিন্টার গার্ডেন স্কুল সংলগ্ন) জনৈক প্রফেসর মোঃ আঃ হালিম, (৬৫), পিতা-মৃত-সুলতান আহম্মেদ এর ৩তলা ভবনের নিচ তলা (উত্তর পুর্ব কর্নারের রুমের ভারাটিয়া), থানা-কোতয়ালী মহানগর রংপুর।
                                                                                                                                                    
    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।




                                                          “গণবিজ্ঞপ্তি”

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/০২/২০২১ খ্রিঃ তারিখে অত্র মহানগরীর অধিক্ষেত্রের আওতাধীন হারাগাছ থানাধীন হারাগাছ পৌরসভার ২০ টি ভোট কেন্দ্রে পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখার স্মারক নং- ৩৫.০০.০০০০.০২০.০০৯.০৭৭.১৭.৬৭, তারিখ-১৬/০২/২০২১ খ্রি. ও নির্বাচন কমিশন সচিবালয়, শেরে বাংলা নগর, ঢাকার স্মারক নং- ১৭.০০.০০০০.০৩৪.৩৮.০২২.২০.১৬৩, তারিখ ১৪/০২/২০২১ খ্রি. পত্রের প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানাধীন হারাগাছ পৌরসভার সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সাধারণ জনগণের নির্বিঘেœ চলাচলের নিমিত্ত আগামী ২৭/০২/২০১১ খ্রি. দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ২৮/০২/২০২১ খ্রিঃ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা পর্যন্ত সংশ্লিষ্ট পৌর এলাকায় (১) ট্রাক ও (২) পিকআপ যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এছাড়া ২৬ ফেব্রæয়ারি/২০২১ তারিখ দিবাগত মধ্যরাত ১২.০০ ঘটিকা হতে ০১ মার্চ/২০২১ তারিখ সকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত রংপুর মহানগরীর উল্লিখিত নির্বাচনী এলাকায় মােটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এই নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয় পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিপিলযোগ্য। এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী-বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হাবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য ও জাতীয় মহাসড়ক (Highways) ও জরুরী প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।


 

মিঠাপুকুরে আল্লাহ্ ৯৯টি নামবেষ্ঠিত স্তম্ভের উদ্বোধন

 

রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের এরশাদ মোড়ে মহান আল্লাহ তায়ালারআল আসমাউল হুসনার”৯৯টি গুণবাচক নাম দিয়ে তৈরী “আল্লাহ চত্ত্বর” স্তম্ভের উদ্বোধন করা হয়েছে।পাশাপাশি এরশাদ মোড়ের নাম “রুপসী পাঁচ মাথার মোড়” নামে নামফলক করা হয়।

মিঠাপুকুরের মানুষ এখন নান্দনিক হতে চায়-রাশেক রহমান

 

মঙ্গলবার (২৩ শে ফেব্রুয়ারী) বিকেলে খোড়াগাছ ইউনিয়নের এরশাদ মোড়ে আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে “আল্লাহ চত্ত্বর” স্তম্ভটির শুভ-উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রসাসন মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মিঠাপুকুর আসনের মাননীয় সাংসদ এইচএন আশিকুর রহমান এমপি।

আল আসমাউল হুসনার”৯৯টি গুণবাচক নাম দিয়ে তৈরী “আল্লাহ চত্ত্বর”


 

রুপসী পাঁচ মাথা মোড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার প্রকাশনা উপ-কমিটির সদস্য তারুণ্যের অহংকার বিশিষ্ট্য মিডিয়া টক শো ব্যাক্তিত্ব রাশেক রহমান।

 ছেঁড়া স্যান্ডেল,ছেঁড়া গেঞ্জি ও ছেঁড়া লুঙ্গির দিনের অবসান হয়েছে

এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান মঞ্জু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন,সাবেক চেয়ারম্যান নুর আলম ও রাণীপুকুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঙ্গাসহ প্রমুখ।

অনুষ্ঠানে খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান

 

অনুষ্ঠানে খোড়াগাছ ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন- গত বছর সেপ্টেম্বর টিআর প্রকল্পের এক লাখ ৬০ হাজার টাকা দিয়ে এই কাজের উদ্বোধন করা হয়। নান্দনিক লাইটিং সিস্টেমের সঙ্গে অটোমেটিক সাউন্ড সিস্টেমের মাধ্যমে ২৪ ঘণ্টায় এখানে মহান আল্লাহ তায়ালার ৯৯টি নাম উচ্চারিত হবে।এটি নির্মানের ফলে ধর্মীয় অনুভূতির কারণে এই এলাকায় অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে বলে মনে করেন চেয়ারম্যান।

 

ইউনিয়ন আওয়ামীলের সাধারন সম্পাদক আব্দুল মতিন


ইউনিয়ন আওয়ামীলের সাধারন সম্পাদক আব্দুল মতিন বলেন-এই ইউনিয়নের যতগুলো রাস্তা হয়েছে তা আশিকুর রহমানের মাধ্যমে উন্নয়ন হয়েছে। তবে এই আল্লাহ্ চত্ত্বর থেকে রুপসি হয়ে ইউনিয়ন পরিষদ যেতে ৫ কিলোমিটার রাস্তার ১ কিলোমিটার পাকাকরণ হয়েছে বাকী রাস্তাটুকু পাকাকরণের জন্য অনুরোধ করেন।যদি রাস্তাটি পাকাকরণ করা হয় তাহলে এ অঞ্চলের মানুষ স্বল্প সময়ে পরিষদে যেতে পারবে বলে তিনি দাবী করেন।

সাবেক ইউপি চেয়ারম্যান নুরআলম

 

সাবেক ইউপি চেয়ারম্যান নুরআলম বলেন-অল্প সময়ের মধ্যে আশিকুুর রহমানের উন্নয়ন বলে শেষ করা যাবে না । আগামীতে নতুন দিন আসতেছে আমাদের নেতৃত্বে পরিবর্তন হবে।রাশেক ভাইয়ের মাধ্যমে আমরা যেন আমাদের মিঠাপুকুরসহ সারা বাংলাদেশের উন্নয়ন করতে পারি এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

প্রধান আলোচকের আলোচনায় রাশেক রহমান

 

প্রধান আলোচকের আলোচনায় রাশেক রহমান বলেন-মিঠাপুকুর বাসী নন্দন তাত্ত্বিক ধারণায় পুষ্ঠ তারা এখন নান্দনিকতা খোঁজে। এসময় তিনি আরও বলেন-খোড়াগাছের মতো জায়গায় এক সময় কাঁদা মাটির জন্য চলাফেরা কার যেত না । সেই জায়গায় আশিকুর রহমানের হাতে “আল্লাহ চত্ত্বর” নামে একটি চত্ত্বের উদ্ভোধন হতে যাচ্ছে।তার মানে ছেঁড়া স্যান্ডেল,ছেঁড়া গেঞ্জি ও ছেঁড়া লুঙ্গির দিনের অবসান হয়েছে।বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আশিকুর রহমান এমপির হাত ধরে মিঠাপুকুরের মানুষ এখন নান্দনিক হতে চায়।

 

ভিডিও কনফারেন্সের মাধ্যমে  সাংসদ এইচএন আশিকুর রহমান এমপি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে  প্রধান অতিথির এইচএন আশিকুর রহমান এমপি বলেন-আল্লাহর নামে আল্লাহ্ চত্ত্বর প্রতিষ্ঠা করা হলো।যেখানে আল্লাহ তাওয়ালার ৯৯টি নাম খোদাই করে লেখা থাকবে।এসময় তিনি আরও বলেন- মিঠাপুকুরের প্রত্যেকটি গৃহ আলোকিত,প্রত্যেকটি বাড়িতে বাতি জ্বলছে।একটা বাতির কি মূল্য তখন বোঝা যায় যখন অন্ধকার থাকে। মিঠাপুকুরে আমরা যদি অপশক্তিকে প্রতিহত করতে পারি তবে আমাদের মিঠাপুকুরের ব্যাপক উন্নয়ন হবে। খোড়াগাছের প্রতিটি শিশু যখন তাদের জীবনকে উন্নয়ন করার জন্য সংগ্রাম করে যাচ্ছে।তখন তারা পৃথিবীর বুকে তাদের মান তুলে ধরবে।

 

 

 

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget