Latest Post


রংপুরে হিন্দু যুবকের কোরোসিন ঢেলে আত্মহত্যা

নিজস্ব সংবাদাতা

রংপুর সদরের উপজেলায় হিন্দু যুবক নিজের গায়ে নিজেই কোরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের কিসামত মাধবপুর ভাটেরগাও এলাকায় (শিংগিমারী রেলওয়ে ব্রীজের উপর) শ্রী একাপাগলার ছেলে মান্না (৩০)নামে এক হিন্দু যুবক গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্নহত্যার করেছে।

 

ভালোবাসা দিয়েই এদেশকে স্বাধীন লাল-সবুজের পতাকা উপহার-রাশেক রহমান

রুবেল ইসলাম,রংপুর অফিস

ভালোবাসা দিয়েই এদেশকে স্বাধীন লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন জাতির জনক শেখ মজিবুর রহমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রকাশ প্রকাশনা বিষয়ক উপ কমিটির সদস্য বিশিষ্ট মিডিয়া টক শো ব্যাক্তিত্ব রাশেক রহমান।

টকশো ও মিডিয়া ব্যাক্তিত্ব রাশেক রহমান

 

গতকাল মঙ্গলবার (৯ ই মার্চ) সন্ধ্যায় রংপুরের মিঠাপুকুর উপজেলার কোমরগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে যাদবপুর ইয়ং সোসাইটি কর্তৃক ব্যাডমিন্টন ফাইনাল খেলা,আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি।

ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান

 

কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া,স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক রফিকুল ইসলাম তুহিন,দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার,বড় হযরতপুর ইউপি চেয়ারম্যান রোস্তম আলী ,পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান,লতিবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী,জেলা পরিষদের সদস্য এনামূল হক সহ প্রমূখ।

প্রধান অতিথির আসনে তারুণ্যের অহংকার রাশেক রহমান

 

প্রধান অতিথির বক্তব্যে রাশেক রহমান আরও বলেন-জাতি গড়তে চান?দেশ গড়তে চান?উন্নত হতে চান?উৎপাদনশীল হতে চান?তাহলে ক্রিড়ার জগৎকে তরান্বিত করতে হবে নিজ দেশের তরুণ প্রজন্মকে নতুন করে উন্মোচিত করতে হবে।এসময় তিনি মাননীয় এমপি আশিকুর রহমানের পক্ষ থেকে যাদবপুর ইয়ং সোসাইটিকে খেলাধুলা করার জন্য ৫০ হাজার টাকা দেওয়া প্রতিশ্রুতি প্রদান করেন।

ব্যাডমিন্টন খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে শিখা সাংস্কুতিক একাডেমীর পরিচালনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

মিঠাপুকুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী আটক

রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ইয়াবা বিক্রির সময়  এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ঐ ইয়াবা ব্যবসায়ীর নাম শাহজাহান আলী (৪০)।

মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট খোশালপুর এলাকা ৬০ পিচ ইয়াবাসহ থেকে তাকে আটক করা হয়। শাহজাহান আলী খোশালপুর গ্রামের হাসেন আলীর ছেলে।

ইয়াবা সম্রাট শাহজাহান

 

রংপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান-গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় খোশালপুর এলাকায় অভিযান চালায় মিঠাপুকুর থানা পুলিশ। এসময় শাহজাহান আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী করে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে বিশেষ কৌশলে এলাকায় মাদক বিক্রয় করে আসছিলো। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি।


 

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এএসআইসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

রুবেল ইসলাম,রংপুর

 রংপুরে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় পুলিশের সাবেক এএসআই রাহেনুল সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পিবিআই। মঙ্গলবার ( মার্চ) দুপুরে পৃথকভাবে রংপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এবং মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনালে মোট ৩৬৭ পাতার প্রতিবেদন দাখিল করা হয়। চার্জশিট সূত্রে জানা যায়, রংপুরের হারাগাছ থানাধীন বাহার কাছনা মাস্টার পাড়া এলাকায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে রংপুর মেট্টোপলিটন ডিবি পুলিশের এসআই রাহেনুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গণ ধর্ষণের মামলা করেন ভুক্তভোগীর পিতা আয়নাল হক।

রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন

 

 এতে এজাহারনামীয় আসামি এসআই রাহেনুল ইসলাম, সুমাইয়া পারভীন মেঘলা, সুরভী আক্তার সমাপ্তি, বাবুল হোসেন এবং আবুল কালাম আজাদ কে গ্রেফতার করা হয়।

আসামিদের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বাবুল হোসেন আবুল কালাম আজাদ আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এছাড়াও ভুক্তভোগী ওই শিক্ষার্থী নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় আদালতে জবানবন্দি প্রদান করেন।

 আসামিদের জবানবন্দি জব্দকৃত আলামতসহ ডিএনএ পরীক্ষায় গণধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। এএসআই রাহেনুল ইসলাম প্রেমের ফাঁদে ফেলে ভুক্তভোগীকে ২০২০ সালের ১৮ অক্টোবর বাহার কাছনার সুমাইয়া পারভীন মেঘলার ভাড়া বাসায় সন্ধ্যা সাতটার দিকে ধর্ষণ করে ছাত্রীকে তার বাড়ির কাছে পৌঁছে দেয়।

বিষয়ে তার মা রাগারাগি করলে ওই স্কুল ছাত্রী রাত দশটার দিকে মেঘলার বাড়িতে আবারও আসে। পরে মেঘলা তার বান্ধবী সুরভী আক্তার সমাপ্তিসহ বাবুল কালামের সাথে পরেরদিন সকাল এগারোটার দিকে তিন হাজার টাকার বিনিময়ে জোরপূর্বক ধর্ষণ করায়। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম তদন্ত শেষে এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজু, সুমাইয়া পারভীন মেঘলা এবং আসামি সুরভী আক্তার সমাপ্তির বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন এবং মানব পাচার প্রতিরোধ দমন আইনে অপরাধ করার প্রাথমিক প্রমাণ পায়। এছাড়াও অপর দুই আসামি আবুল কালাম আজাদ বাবুল হোসেনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে অপরাধ করেছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ৪৪ পাতার জুডিশিয়াল নথি ৩২৩ পাতার কেস ডকেট প্রস্তুত করে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মানবপাচার দমন ট্র্যাইবুনালে চার্জশিট দাখিল করেন।

এসময় উপস্থিত রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, আইন সবার জন্য সমান। আমরা এক পুলিশ সদস্যের বিরুদ্ধেও নিরপেক্ষ তদন্ত করে ধর্ষণের বিষয়ে প্রাথমিক প্রমাণ পেয়েছি। চার্জশিট দাখিল করা হলো। অপরাধ করলে কেউ পার পাবেনা।

 

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget