♦আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাকি দিয়ে♦
" রংপুর সদরের কাটাবাড়ি বড়ভিটায় মাদক সম্রাট
আনোয়ার, রহিদুল ও এরশাদ আলীর মাদক
ব্যবসা এখন পুরোদমে চলছে"
রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর সদরের সদ্যপুস্করিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাটাবাড়ি মিলবাজার এলাকার বড়ভিটা নামক গ্রামে মাদক সম্রাট আনোয়োর হোসেনকে রংপুর কোতয়ালি থানার চৌকস পুলিশ অফিসার জাহাঙ্গীর হোসেন কর্তৃক আটকের ৩ দিনের মাথায় হাজত থেকে বের হয়ে এসে আবারো পুরোদমে মাদক(গাঁজা) ব্যবসা শুরু করেছেন আনোয়ার হোসেন। ফলে বড়ভিটায় বিভিন্ন এলাকার খুচরা মাদক ব্যবসায়ীদের আনাগনা বেশ লক্ষ করা যাচ্ছে।
অভিযোগ উঠেছে, মাদক সম্র্রাট আনোয়ারের পাশাপাশি একই গ্রামের মাহাম্মাদ আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী রহিদুল ও আঃ মজিদের ছেলে ইয়াবা ব্যবসায়ী এরশাদ আলী ইতিপূর্বে খুচরা বিক্রি করলেও এখন খুচরার পাশাপাশি বেশ কিছুদিন থেকে মরন নেশা ইয়াবার (বিচি, বাবা) পাইকাড়ি ব্যবসা শুরু করেছেন। পুলিশের চোখ ফাকি দিয়ে সুকৌশলে এ ইয়াবার ব্যবসা চালিয়ে যাওয়ার কারনে কাটাবাড়িসহ পার্শ্ববর্তী এলাকার বিশেষ করে যুবসমাজের একটি বড় অংশ এ নেশায় বুদ হয়ে আছেন।
সেখানে গিয়ে লক্ষ করা গেছে মাদক সেবিরা মূল সড়ক ব্যবহার না করে মানুষের অাবাদি, অনাবাদী জমির পাশ/আইল/মাল্লি দিয়ে বড়ভিটায় প্রবেশ করছেন, মাদক নিয়ে আবার বিভিন্ন ফাক-ফোঁকড় দিয়ে বেরিয়ে পড়ছেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে"দৈনিক দিনকাল'কে জানান, ইতিপূর্বে আরো মাদক ব্যবসায়ী ছিল। থানা পুলিশের সহযোগীতার অনেককে আত্নসমর্পণ করা হয়েছে এবং স্বাভাবিক জীবনে ফিরে আনা হলেও কেউ কেউ গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা নতুন করে এদের লিষ্ট করছি। ব্যবসা বন্ধ না করলে এ লিষ্ট থানায় জমা দেয়া হবে।
বেশ কিছু সুত্র জানায়, বড়ভিটা থেকে পালিচড়া, নয়াপুকুর, বাবুরহাট, ভুরারঘাট, মাধবপুর, তালতলা, খোড়াগাছ, শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হয়।
এলাকাটি সদর, বদর ও মিঠাপুকুর উপজেলার সীমান্তপথ হওয়ায় নিরাপদ রুট হিসেবেই মাদককারবারিরা এ পথটি বেছে নেয়। এছাড়াও বড়ভিটা গ্র্রামটি একটি বিচ্ছিন্ন দ্বীপের মত হওয়ায় মাদক ব্যবসার জন্য নিরাপদ ঘাটি হিসেবে মাদক ব্যবসায়ীদের জায়গাটি খুবই পছন্দ। প্রশাসনের লোকজন সেখানে যাবার আগেই খবর পৌছে যায় এদের কাছে, ফলে মূহুর্তেই সটকে পড়তে পারেন তারা।