আইনগত বিজ্ঞপ্তি
আইনগত বিজ্ঞপ্তি
এতদ্বার সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে-খোর্দ্দ শান্তিপুর মৌজাস্থিত নিম্ন তফশীল বর্ণিত জমি পারিবারিক মৌখিক আপোষ বন্টন নামা মতে মালিক মরুহুম তোফাজ্জল হোসেন এর পুত্র মোঃ শহিদুল ইসলাম ওরফে মহিদুল ইসলাম,০৬(ছয়) শতক জমি মোঃ রবিউল ইসলাম এর নিকট সাফ বিক্রয় করার প্রস্তাব করেন এবং বায়না চুক্তি করেন।উক্ত জমিতে যদি কাহারো কোন দাবি দাওয়া বা ওজর আপত্তি থাকে বা কোন অর্থলগ্নী প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকে তা হলে অত্র বিজ্ঞপ্তি প্রকাশের ০৭(সাত) দিনের মধ্যে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে । অন্যথায় উহা নিষ্কন্টক বলে বিবেচিত হইবে ।
জমির তফশীল
জেলাঃ-রংপুর,থানাঃ-মিঠাপুকুর,মৌজাঃ-খোর্দ্দ শান্তিপুর,জে এল নংঃ- ১২৬ ,এস এ খতিয়ান নংঃ-৪১, এস এ দাগ নংঃ- ২৩৪,আর এস খতিয়ান নংঃ- ৯৯ আর এস দাগ নংঃ- ৩৭৫, জমি ৪১ শতকের মধ্যে ০৬(ছয়) শতক টাওয়ার সংলগ্ন উত্তর পাশের জমি।
যোগাযোগঃ-
মোঃ শহিদুল ইসলাম
এ্যাডভোকেট
রংপুর জজকোর্ট,রংপুর ।
মোবাঃ- ০১৭১৪-২৩০৮৫২,০১৭৬৮-৪৫৫৭২২