রংপুর সদরের মাধবপুরে বালুখেকো মনোয়ার গংদের হামলায় একই পরিবারের ৩জন আহতঃআশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি"

 "আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা"

"রংপুর সদরের মাধবপুরে বালুখেকো মনোয়ার গংদের হামলায় একই পরিবারের ৩জন আহতঃআশংকাজনক

            অবস্থায় হাসপাতালে ভর্তি"

খন্দকার আল-মামুন মিলন,নিজস্ব সংবাদদাতা    

রংপুরের মাধবপুর নদীরপড় এলাকায় ঘাঘট নদী থেকে উত্তোলনকৃত বালু বিক্রি ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুত্বর আহত হয়েছেন। আহত তিনজনকেই উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মেরিনা খাতুনের অবস্থা আশংকাজনক। 


ঘটনার বিবরনে প্রকাশ, রংপুর সদর উপজেলার ৪নং সদ্যপুস্করিনী ইউনিয়নের কিসামত মাধবপুর নদীরপড় (ভাটেরগাও) এলাকায় স্থানীয় ঘাঘট নদী থেকে উত্তোলনকৃত বালু বিক্রির ঘটনাকে কেন্দ্র করে মোঃ শুকুর আলী ছেলে বালুখেকো মোঃ মনোয়ার হোসেন ও মোঃ আনোয়ার হোসেনের সাথে একই এলাকার মোঃ মহির উদ্দিনের ছেলে মোঃ মমদেল হোসেন(৩৫) এর গত কয়েকদিন ধরে বসচা চলে আসছিল। 



এরই জের ধরে গত সোমবার রাত পনে ৮ টায় মোঃ আনোয়ার হোসেন(৪০), মোঃ মনোয়ার হোসেন, শুকুর আলী ও আনোয়ারের স্ত্রী মুক্তা বেগমসহ অজ্ঞাতনামা ৫/৬ জন দেশীয় অস্ত্র হাতে মোঃ মমদেল(৩৫) রাস্তায় আটক করে অতর্কিত বেধড়ক মারপিট করতে থাকে। এখবর শুনে মমদেলের বাবা মহিরউদ্দি(৭০) ও মেয়ে মেরিনা খাতুন(১২) ছুটে আসলে তাদের উপরও বর্বরতা চালায় মনোয়ার গং। এসময় মমদেল ও তার বাবা শুকুর আলীসহ মমদেলের মেয়ে মেরিনা খাতুন (১২) চোখে মারাত্নকভাবে আঘাত প্রাপ্ত হয়। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে আহত মমদেল ও তার বাবা মহির উদ্দিন(৬৫) ৪ তলার ১৪ নং ওয়ার্ডে ও মমদেলের মেয়ে 

মেরিনা খাতুন(১২) ৩য় তলার ৮ নং ওয়ার্ডে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।



এ ঘটনায় এ এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুর্তে আবারও সংঘর্ষের আশংকা করছেন এলাকার সচেতন মহল।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget