গাজীপুরের মোটরসাইকেল রংপুরে-রংপুরের মোটরসাইকেল গাজিপুরে-পীরগঞ্জে ছিনতাইকারী গ্রেফতার

 


রংপুরে আন্তঃজেলা মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের দুই জন সক্রিয় সদস্য গ্রেফতার


গাজীপুরের মোটরসাইকেল রংপুরে-রংপুরের মোটরসাইকেল গাজিপুরে



রুবেল ইসলাম,রংপুর

রংপুরের পীরগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের আয়নাল ও হাসানুর নামে দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ । এসময় তাদের কাছ থেকে ঢাকা মেট্রো-হ-৩২-৮২৫২ নম্বরের রেজিস্টেশনকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী সক্রিয় সদস্য


গতকাল শনিবার (১৫ ই মে) রাতে উপজেলার ১৫নং কাবিলপুর ইউনিয়নের করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে তাদের গ্রেফতার করা হয়।থানাসূত্রে জানা যায়- কর্তব্যরত এসআই নুরে আলম পীরগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে দুপুর দেড়টায় ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে- পীরগঞ্জ থানাধীন ১৫নং কাবিলপুর ইউনিয়নে অবস্থান কালে -উপজেলার পালানু সাহাপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে আয়নাল মিয়া (৩৯) ও আজমপুর (ফকিরপাড়া) গ্রামের মৃত হাফিজার রহমান @/বাদশা মিয়ার ছেলে হাসানুর রহমান (৪০)কে ১৫নং কাবিলপুর ইউপির করিমপুর মৌজাস্থ করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি চোরাই মোটর সাইকেলসহ আটক করেন পুলিশ।

তিনি ঘটনাস্থলে উপস্থিত হইয়া আসামীদ্বয়কে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হইতে জব্দ চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন। (যাহা-TVS metro 100 CC মোটরসাইকেল যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-হ-৩২-৮২৫২ সাদা কালো রংয়ের মোটর সাইকেল যাহার চ্যাসিস bs-MD625MF51J1B0019 ইঞ্জিন bs-DF5BJ1200156 সিট কালো রংয়ের।)
কুখ্যাত ছিনতাইকারী আয়নাল ও হাসানুর 


ডি সার্কে ল এএসপি কামরুজ্জামান এর সাথে কথা হলে তিনি বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা আন্তজেলা কুখ্যাত মোটর সাইকেল চুরি ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।উক্ত আসামীদ্বয় ঢাকা গাজীপুর জেলাধীন কালিগঞ্জ থানা এলাকা হইতে মোটরসাইকেলটি চুরি করিয়া লইয়া আনিয়াছে। তারা পীরগঞ্জ এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে গিয়ে গাজীপুর এলাকায় বিক্রয় করে। আবার গাজীপুর এলাকা থেকে মোটর সাইকেল চুরি ও ছিনতাই করে নিয়ে এসে রংপুর এলাকায় বিক্রয় করে থাকেন।তারা এ পর্যন্ত বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি ও ছিনতাইয়ের কাজ করেছে।
আসামী আয়নাল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget