রংপুরে প্রশাসনের সহযোগিতায় চরাঞ্চলের জমি দখল করেছে ভূমি দস্যুরা

 

রংপুরে প্রশাসনের সহযোগিতায় চরাঞ্চলের জমি দখল করেছে ভূমি দস্যুরা

 

রংপুর অফিস

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর বুকে জেগে উঠা চড়ে  দীর্ঘ দিন যাবত চাষাবাদ ও ভোগদখল করে আসছেন চর মর্ণেয়া আলফাজটারী গ্রামের মশিয়ার রহমান ।তার ভোগদখল কৃত জমিটি দখল ও জমিতে চাষাবাদকৃত ফসল নষ্ট করে এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি  করেছে ভূমিদস্যু সাইফুল ইসলাম।

গত শনিবার(৮ তারিখ) উপজেলার মর্ণেয়া ইউনিয়নের চর মর্ণেয়া আলফাজটারীতে দুপুড় বারোটার দিকে ফসলি জমিতে চাষাবাদ করে দখল করেছে ভূমিদস্যুরা । এ ব্যাপারে একাধিকবার থানায় অভিযোগ দিয়েও মিলেনি সুরাহা বরং পুলিশের সদস্য রাব্বীর পাহাড়ায় জমি দখল করেছে বলে ভুক্তভোগীর অভিযোগ।



সরেজমিনে গিয়ে মশিউর এর সাথে কথা বলে জানা যায়-  গংগাচড়া উপজেলার মর্ণেয়া মৌজার জেএল নং-৭০, খতিয়ান নং-০১ সাবেক দাগ ৬০৩,হাল দাগ নং- ১৮৭ ১১২ মোট জমি-.০০ একর এই তফশীল বর্নিত সম্পত্তি তার আপন চাচা গফুর আলীর ।পূর্ব হইতে তার চাচার তফশীল বর্নিত সম্পত্তি অন্যায়ভাবে দখল পরিকল্পনা করেন সাইফুল ইসলাম গং। চলতি বৎসর জমিতে পাট, ভুট্টা,বীজ ধনচা, মরিচ, কলা বীজ বাদাম চাষ করেন। চাষকৃত ভুট্টা ঘরে তোলার আগেই নষ্ট করে দিয়েছে ভূমিদস্যুরা।   

এদিকে ভুক্তভোগী হকার মশিয়ার রহমান ভূমিদস্যু সাইফুল তার লোকজনের হুমকীতে প্রভাবিত অতি-উৎসায়ি গংগাচড়া থানার এসআই বুলবুল এসআই রাব্বির ভয়ে থানায় যেতেও পারছেনা, ফলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারছেনা অসহায় হকার মশিয়ার। বিষয়ে মামলা করলে তার জীবননাশ এর হুমকীও দেয়া হচ্ছে বলে হকার মশিয়ার সাংবাদিকদের জানান। পাশাপাশি ন্যায় বিচার প্রত্যাশায় সাংবাদিকদের মাধ্যমে তিনি রংপুর জেলা মানবিক পুলিশ সুপার, -সার্কেল স্যারসহ আইন প্রয়োগকারী সংশ্লিষ্ট সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ভূমিদস্যু সাইফুল একাধিক মামলার আসামি বলে এলাকাবাসী প্রতিবেদককে জানান।

 


মশিউরের মা মর্জিনা বেগম এর সাথে কথা হলে তিনি জানান- পুলিশ নিয়া আসি হামার জমি দখল করছে।মুই দশ হাজার ট্যাকা লাভের উপর নিয়া মোর ছইলোক নিয়া আবাদ করছে।হামার সবকিছু শ্যাষ হয়া গেল।পুলিশের রাব্বী আইলোত দাড়ে আছিল আর ওরা জমি লাঠি,ছোড়া নিয়া দখল করছে।হামাক বাড়ি থাকি বের হওয়ার দেয় নাই।

মশিয়ার এর স্ত্রী বলেন-ফিল্মী স্টাইলে অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে দেড় শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে নিয়ে  ভোগদখলিও জমির পাট, ভুট্টা, বীজ ধনচা, মরিচ, কলাসহ বীজ বাদামের ক্ষেত মিশিয়ে দেয় ট্রাকটরের চাকায়। এতে করে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

ভূমিদস্যু সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন-এই জমিগুলো তাদের নিজের এবং এই জমিগুলো মশিউরকে তারা আবাদ করার জন্য দিয়েছেন কিন্তু এই জমিগুলো এখন সে নিজের দাবী করছে।এ বিষয়ে গংগাচড়া থানায় একাধিক জিডি করা হয়েছে। স্থানীয়ভাবে বিচারের জন্য কিংবা শালিশী বৈঠকের চেষ্টা করা হলেও কোন পাত্তা দেয়নি বরং উপরন্ত সে আমাকে হুমকি দিয়ে আসছেন।

এ বিষয়ে পুলিশের রাব্বীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জমিতে এবং জমির পাশে দাড়িয়ে থাকার কথা অস্বীকার করেন। তবে তিনি তার ব্যাক্তিগত কাজে মর্ণেয়া ইউনিয়নে যাওয়ার কথা স্বীকার করেন।

এ বিষয়ে গংগাচড়া থানায় মশিউর রহমান বাদী হয়ে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ।

 

 

Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget