মিঠাপুকুরে চেয়ারম্যান কর্তৃক ভিজিএফ এর তালিকা প্রনয়ণে অনিয়মে জেলা প্রশাসকে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুরে চেয়ারম্যান কর্তৃক
ভিজিএফ
এর
তালিকা
প্রনয়ণে অনিয়ম
ও
ইউপি
সদস্যেদের সাথে
অশ্লীন
আচরণ
করার
অভিযোগ
উঠেছে।এঘটনায় উপজেলার ৬নং
কাফ্রিখাল ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসানের বিরুদ্ধে ইউপি সদস্যগণ রংপুর
জেলা
প্রশাসনের কার্যালয়ে লিখিত
অভিযোগ
দায়ের
করেছেন । গত ১১ই মে
এই
অভিযোগ
দায়ের
করেছেন
সদস্যরা।
ইউপি সদস্যদের স্বাক্ষরে অভিযোগ
অভিযোগ থেকে জানা
গেছে,
উপজেলার ৬নং
কাফ্রিখাল ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান
চেয়ারম্যান হিসেবে
দায়িত্ব গ্রহণের পর
থেকে
নানা
ভাবে
অনিয়ম
ও
দুর্নীতির মাধ্যমে নিজের
খেয়াল
খুশিমত
পরিষদের দায়িত্ব পালন
করে
আসছেন।সদস্যরা অভিযোগে উল্লেখ
করেছেন
যে,ঈদকে সামনে রেখে
সরকারী
ভাবে
গরীব
অসহায়দের মাঝে
ভিজিএফ
এর
নগদ
অর্থ
বরাদ্ধ
এসেছে।ওয়ার্ড সদস্যদের জনসংখ্যা অনুযায়ী সিলিপের বরাদ্ধ
না
দিয়ে
তাদের
কম
বরাদ্ধ
দিয়ে
নিজের
ইচ্ছে
মতো
মনগড়া
তালিকা
প্রনয়ণ
করেন
যা
নিয়ম
বর্হিভূত।শুধু এই
বিষয়
নয়
কোন
নোটিশ
না
দিয়ে
পরিষদে
মিটিং
ডেকে
সিদ্ধান্তের বাইরে
নিজের
সুবিধা
মত
সিদ্ধান্ত লিপিবদ্ধ করাসহ
নানান
দুর্নীতির আশ্রয়
নেয়ার
মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন
বলে
জানান,ইউপি সদস্য আশরাফুল ইসলাম,
সাখাওয়াত হোসেন,কাদের,আত্তাফ হোসেন,মোকবুল হোসেন,রশিদুল
হক,মতিয়ার রহমানসহ সংরক্ষিত আসনের
ইউপি
সদস্য।
তারা আরো
বলেন,এসব অন্যায় অনিয়ম
ও
দুর্নীতির প্রতিবাদ করলে
চেয়ারম্যান মাহামুদুল হাসান
আমাদেরকে অকথ্য
ভাষায়
গালিগালাজ করাসহ
খারাপ
আচরণ
করেন।ফলে সকল
সদস্য
আলোচনা
সাপেক্ষে জেলা
প্রশাসকের কার্যালয়েসহ বিভিন্ন দপ্তরে
আমরা
লিখিত
অভিযোগ
দায়ের
করেছি।
আমরা
চেয়ারম্যানের এহেন
কর্মকাণ্ডের তদন্ত
সাপেক্ষে তার
বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেয়ার
দাবি
করছি।
এবিষয়ে
ইউপি
চেয়ারম্যান মাহামুদুল হাসান
বলেন,
আমার
ইউনিয়নে ৬৬৪৯
টি
পরিবারের জন্য
৪৫০
করে
বরাদ্ধ
পেয়েছি,
এখানে
সদস্যরা জন
প্রতি
৪০০
সিলিপ
দাবি
করে,এছাড়া দলকে দিতে
হবে
১৩০০
সিলিপ
আর
আমার
মাত্র
৫০০
সিলিপ
দিয়ে
কি
হবে।আর
সব
কাজ
সমঝোতার মাধ্যমে করা
হয়
এখানে
কোন
অনিয়ম
হয়নি
সদস্যরা আমার
বিরুদ্ধে মিথ্যা
অভিযোগ
করছে।অপর এক
প্রশ্নের জবাবে
বলেন,আজ ১২ মে
উপজেলা
নির্বাহী অফিসারের নির্দেশ অনুযায়ী নগদ
অর্থ
বিতরণ
করা
হবে বলে জানান।
Post a Comment