মিঠাপুকুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা
নিজস্ব সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি )’র চেয়ারপার্সনবেগম খালেদা জিয়া রোগ মুক্তিকামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া শেষে দলের দুস্থ নেতা কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
স্বেচ্ছাসেবক দলের দোয়ানুষ্ঠানে মোনাজাতের একাংশ |
বুধবার বিকালে উপজেলার ৮ নং চেংমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে ছিলেন বিএনপি নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ কে এম রুহুল্লাহ জুয়েল, বিএনপি নেতা আনারুল ইসলাম নয়ন, ৮ নং চেংমারী ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম মিলন, বিএনপি নেতা মিজান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজন মাহমুদ, ৮ নং চেংমারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ তালুকদার, জেলা ছাত্রদলের সহ তথ্যও গবেষণা সম্পাদক আব্দুল কাদের জিলানী রয়েল সাবেক ছাত্রনেতা কবিরুল ইসলাম লাবলু, মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহবায়ক রেজোয়ানুল হায়াত রিয়ন, ছাত্রনেতা নিশাত, ৮ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রাশেদ, ছাত্রনেতা হাসান প্রমুখ।
ঈদ সামগ্রী বিতরণ করছেন স্বেচ্ছাসেবক সভাপতি জুয়েল |
দোয়া শেষে ১০০টি দলের দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ কে এম রুহুল্লাহ জুয়েল।
Post a Comment