মিঠাপুকুরে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি গরুসহ দু’টি ঘর পুড়ে গেছে
নিজস্ব সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর নুরপুরে অগ্নিকান্ডের ঘটনায় এক কৃষক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এ ঘটনায় ৩টি গরুসহ দু’টি ঘর পুড়ে গেছে।
স্থানীয়রা জানায় বুধবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাণীপুকুর ইউনিয়নের দৌলত নুরপুর গ্রামের কৃষক নুর ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ির একটি গোয়াল ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের ঘরে। খবর পেয়ে শঠিবাড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনলে আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা পায় আশ-পাশের বেশ কয়েকটি ঘর।
এদিকে, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই গোয়াল ঘরে থাকা ৩টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। একটি বাইসাইকেল ও একটি স্যালো মেশিনসহ ভস্মিভূত হয় দুটি ঘর। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক নুর ইসলাম।
মিঠাপুকুর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শঠিবাড়ি ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো: সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন কিভাবে লাগলো তা জানা যায়নি। তবে, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Post a Comment