______________নিখোঁজ সংবাদ____________
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১০নং শানেরহাট ইউনিয়নের প্রথমডাঙ্গা গ্রামের শাহ্ আলীর ছেলে মোঃ সাগর (২০) নামে একটি বোবা ছেলে গতকাল ২০ মে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে হারিয়ে গিয়েছে।
ছেলেটি বোবা, কথা বলতে পারে না। ইশারায় কথা বললে বুঝতে পারে এবং নিজের নাম-ঠিকানাও লিখতে পারে। তাহার গায়ের রং-ফর্সা। তাহার পড়নে লুঙ্গি ও গায়ে শার্ট আছে।
এখন পর্যন্ত ছেলেটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে। ছেলেটিকে কেহ কোথাও দেখে থাকলে এবং কাহারো বাসা-বাড়ীতে গিয়ে থাকলে নিন্মের ঠিকানায় অথবা এ প্রতিবেদকের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
যোগাযোগ:-মোঃ শাহ্ আলী
মোবাইল-০১৭৯১-৮৮৬০০০
অথবা সাংবাদিক
আল কাদরি কিবরিয়া সবুজ
০১৩১৮-৯৬৪০৪৯।
Post a Comment