মিঠাপুকুরে অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য আটক

 মিঠাপুকুরে  অটোরিকশা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য আটক


রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায়  অটোরিকশা ছিনতাইয়ের ৪ ঘন্টার মধ্যে অটোরিকশা উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে আটক করে অসাধারণ দৃষ্টান্ত গড়েছে থানা  পুলিশ।মঙ্গলবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান।



পুলিশ ও থানা সূত্রে-অটো ছিনতাই দলের আটকৃতরা হলেন -নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সিংগেরগাড়ী (ডাঙ্গাপাড়া) গ্রামের আহম্মদ আলীর ছেলে আতিকুল ইসলাম আতিক(৩৫) ও বগুড়ার গাবতলী উপজেলার চক ডহর শুকানপুকুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে সানু মিয়া (২৫)।


পুলিশ আরও জানায়-গত সোমবার (৩ মে) রাত ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি  থেকে মোসলেম বাজার যাওয়ার জন্য যাত্রী সেজে ২০০/- ভাড়ায় অটোতে ওঠেন ছিনতাই চক্রের তিন সদস্য। অটোরিকশাটি মোসলেম বাজার পার হয়ে তিলকপাড়া এলাকায় ভাঙ্গা একটি বিল্ডিংয়ের কাছে পৌঁছালে অটো থামাতে বলেন। তারপর ওই স্থানে আগে থেকে অবস্থান করা এক ব্যক্তিসহ অটোর যাত্রীরা চালক রাশেদুল ইসলামের মুখ চেপে ধরে হাত পা গামছা দিয়ে বেঁধে ফেলেন। পরে পরিত্যক্ত একটি ঘরে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। 


এ ঘটনায় -রাশেদুল কোন মতে তার বাঁধন খুলে মিঠাপুকুর থানা পুলিশের টহল টিমকে বিষয়টি অবগত করে। পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের হাজীরমোড় এলাকায় থেকে আতিক ও সানুকে আটক করে অটোরিকশাটি উদ্ধার করে।


এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুরজ্জামান বলেন-প্রাথমিকভাবে চক্রটির সদস্যরা স্বীকারক্তি প্রদান করেন।দীর্ঘদিন ধরে যাত্রীবেশে দেশের বিভিন্ন জায়গায় অটো, মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা ছিনতাইয়ের কাজ করে আসতেছে। তারা সাধারণত ধরা পড়ার ভয়ে কোন এলাকায় বেশি দিন অবস্থান করে না। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



Post a Comment

[blogger]

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget