রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ সোমবার দুপুরে বালারহাট ইউনিয়নের জালালগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছে থাকা ৪ টি মোবাইল ফোন, ১ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, বগুড়া সদর সাবগ্রামের আব্দুল খালেকের ছেলে হাসান মিয়া এবং একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে আরিফ হোসেন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে বালারহাট ইউনিয়নের জালালগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এসময় হাসান ও আরিফ নামে দুই ব্যবসায়ীকে ৯ কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ৪ টি মোবাইল ফোন, ১ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
রংপুরের সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল, মিঠাপুকুর ও পীরগঞ্জ) কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আসামীরা উক্ত গাঁজা কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে জনৈক এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে বগুড়া নিয়ে যাচ্ছিল। এর আগেও তারা বেশ কয়েকবার গাজার চালান বগুড়া নিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Post a Comment