Latest Post

 "সদর উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ "
রংপুর হোমিও কলেজের শিক্ষক ও সাংবাদিক
          শরিফুজ্জামান রিপন আর নেই!

রংপুর হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক ও সাংবাদিক,
নিউ আদর্শ পাড়া নিবাসী শরিফুজ্জামান রিপন ভাই আর নেই। আজ সকাল সাড়ে ১১ টায় হার্ট অ্যাটাকে চলে গেলেন তিনি না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।



তিনি আর ফিরবেন না, কথা হবেনা, দেখা হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আর থাকবেন না। এটি মেনে নেয়া বড়ই কষ্টকর। বড় অসময়ে চলে গেলেন শরিফুল ভাই! অনেক ভালো থাকবেন ওপারে। নিশ্চয়ই আল্লাহ আপনাকে ভালো রাখবেন। জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমিন।
শরিফুজ্জামান  রিপন ভাই দৈনিক যুগের আলোসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি এবং যুগের আলোর পত্রলেখক পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন। এ ছাড়াও ঢাকা থেকে প্রকাশিত একাধিক পত্রিকায় রংপুর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি রংপুর হোমিও কলেজ এর সিনিয়র শিক্ষক।
এদিকে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রংপুর সদর উপজেলা প্রেসক্লাব। এক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী অাত্নার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুর উপজেলার  ১৫ নং বড় হযরতপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে ইউপি সাধারণ সদস্য হিসেবে নির্বাচন করতে ইচ্ছা পোষণ করেছেন হিরু মিয়া।জনগণের সমর্থন নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।




নির্বাচনের প্রজ্ঞাপন জারি হতে না হতেই চলে এসেছে ইউনিয়ন পরিষদের নির্বাচনী আমেজ চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাট কিংবা পান্তর শেষে বসে দিনের শেষ বেলায় আলোচনায়  সাধারন জনগন কাকে দিয়ে হবে এলাকার উন্নয়ন কিংবা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থী হিসেবে কাকে বেছে নিবেন এমন প্রত্যাশা করছেন তারা!

এদিকে আসন্ন নির্বাচনকে নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন সাধারন জনগন এমনটাই প্রত্যাশা করছেন প্রার্থীরা।

রংপুরে দাদন ব্যবসায়ীর হাতে মারধরের শিকার আলমিনা মেরে ফেলার হুমকিতে দিশেহারা পরিবার
 

খন্দকার আল মামুন মিলন,সম্পাদক

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের রামজীবন মন্ডল পাড়ায় দাদন ব্যবসায়ী নাজমুল ও তার লোকজনের হাতে মারধরের শিকার আলমিনা বেগম ও তার পরিবার ন্যায় বিচার চান! এ ঘটনায় আদালদে মামলা করলে থানা থেকে পুলিশ তদন্ত করে প্রমাণ পান।
 

সরেজমিনে মামলা ও ঘটনার বিবরনে জানা যায়- রংপুর সদরের রামজীবন মন্ডল পাড়ার কামেলীয়া ও গোলামিয়া পাক দরবার শরীফ এর গদ্দীনশিন ফারুক মিয়ার (৫৫) ছেলে দাদন ব্যবসায়ী  নাজমুল হোসেন (২৭) এর কাছ থেকে (লাভের উপর) প্রতি খন্দে অর্থাৎ বছরে ২বার ২৫ মণ করে ধান দেয়ার শর্তে ৭০ হাজার টাকা ধার নেন।

কামেলীয়া ও গোলামিয়া পাক দরবার শরীফ গদ্দীনশিন ফারুক এর আস্তানা
 কামেলীয়া ও গোলামিয়া পাক দরবার শরীফ গদ্দীনশিন ফারুক এর আস্তানা

 আলমিনার স্বামী পার্শ্ববর্তী পালিচড়া দোলাপাড়া গ্রামের মিজানুর রহমান(৫০)। সে মোতাবেক গত ৪ বছরে ২শ মণ এরও বেশী ধান লভ্যাংশ হিসেবে দেওয়া হয়। পাশাপাশি ধারকৃত মূল ৭০ হাজার টাকাও দেড় বছর পূর্বে দাদন ব্যবসায়ী নাজমুলকে ফেরৎ দেওয়া হয়। কিন্তু দাদন ব্যবসায়ী নাজমুল আলমিনা ও মিজানুরের কাছ থেকে চক্রবৃদ্ধিহারে আরো ৮ হাজার টাকা (সুধ) লভ্যাংশ দাবী করে বসলে নিরুপায় হয়ে গত দেড় বছরে ৩ ক্ষণের মধ্যে এক ক্ষণ (৮ কুড়ি) ধান দিলেও ২ ক্ষণ বকেয়া পড়ে যায়। এনিয়ে দাদন ব্যবসায়ী নাজমুলের ডাকে এলাকায় সম্প্রতি গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থতিতে এক শালিসি বৈঠকে চলতি আলু মৌসুম শেষে লভ্যাংশের ৮হাজারসহ বকেয়া দুই ক্ষণের ১৬ মণ ধান দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়। 


কিন্তু ঘটনারদিন গত ২০ নভেম্বর ২০২০ ইং রোজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভুক্তভোগী আলমিনা বেগম তার বাবার বাড়ি রামজীবন মন্ডলপাড়া থেকে তার স্বামীর বাড়ি যাবার প্রাক্কালে একই এলাকার দাদন ব্যবসায়ী নাজমুল(২৭), তার পিতা ফারুক মিয়া(৫০), ভাই নাসির হোসেন(২২) ও তার মা নার্গিস বেগম(৪০) তাদের বাড়ির সামনে আলমিনাকে আটক করে তার স্বামীর কাছ থেকে বকেয়া সুদের টাকা কবে পাবে বলে জিজ্ঞাসা করেন।

ভুক্তভোগী আলমিনা
                                                                  ভুক্তভোগী আলমিনা

এ সময় আলমিনা বেগম তাদের বলেন দেওয়ানিরা যে সময় বেধে দিয়েছেন তার মধ্যে পরিশোধ করা হবে। একথা শুনে দাদন ব্যবসায়ী নাজমুল ও তার বাবা ফারুক মিয়া আলমিনাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকী দেওয়া শুরু করলে আলমিনা এর প্রতিবাদ করেন। এতে দাদন ব্যবসায়ী নাজমুল ও তার পরিবারের লোকজন আরো ক্ষিপ্ত হয়ে লাঠি শোঠা ও বিভিন্ন দেশীও অস্ত্র নিয়ে তার উপর মধ্যযুগীয় কায়দায় মার ডাং,  শ্লীলতাহানী ও গলায় ওরনা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে আলমিনা জ্ঞান হারিয়ে মাঠিতে পড়ে যান। এসময় বেগতিক ভাব দেখে দাদন ব্যবসায়ী নাজমুল ও তার লোকজন আলমিনার কাছে থাকা জমিবন্ধকীর টাকা নিয়ে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন আলমিনাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

 এদিকে চিকিৎসা শেষে আলমিনার স্বামী মিজানুর রহমান বাদী হয়ে উক্ত ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে স্বারক নং ৬৯/২০ তাং ২৯/১১/২০ ইং মূলে  ৪ জনকে বিবাদী করে ১১/১২/২০ ইং তারিখে রংপুর সদর কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩।  ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/ ৩২৬/ ৩০৭/৩৭৯/৫০৬ ও ১১৪ পেনাল কোড রুজু করা হয়।

বিচার প্রত্য়াশী ভুক্তভোগী আলমিনার বাবা
বিচার প্রত্য়াশী ভুক্তভোগী আলমিনার বাবা

এবিষয়ে রংপুর সদর কোতয়ালি থানার অফিসার্স ইনচার্জ বাবুল কুমার রায় ঘটনাস্থল নিজেই পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতাও পাওয়া গেছে বলে সাংবাদিকদের তিনি নিশ্চিত করেছেন।
 

এলাকাবাসী সাথে কথা বলে জানা যায়-  মামলার ১নং আসামী সাবেক শিবির নেতা জনতা ব্যাংক সৈয়দপুর শাখা অফিসের কেয়ারটেকার ফারুক মিয়াকে ১৫ ডিসেম্বর দিবাগত রাতে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ছাড়া ফারুখ মিয়া প্রতিবছর তার বাড়িতে ওয়াজ মাহফিল করে টাকা আয় করেন। এছাড়া ব্যাংকে কেয়ারটেকারের চাকুরী করার কারণে চক্রকারে এলাকায় রমরমাট সুদের ব্যবসা করেন।

 উল্লেখ্য দাদন ব্যবসায়ী নাজমুল রংপুর নগরীর নামীদামী ক্যান্টমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিয়ান পদে কর্মরত আছেন। বর্তমানে গ্রেফতার আতংকে তিনিসহ অপর আসামীরা গা ঢাকা দিয়েছেন।


Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget