রংপুর মেট্রো পুলিশের ডিবি কর্তৃক ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী গ্রেফতার
রুবেল ইসলাম,রংপুর
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা-১ঃ গত ১৫/০৩/২০২১ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ ফারুক আহমেদ এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই(নিঃ) মোঃ আবু ছাইয়ুম তালুকদার এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাহিগঞ্জ থানাধীন ৩০ নং ওয়ার্ডস্থ’ বীরভদ্র বালাটারী বালিকা দাখিল মাদ্রাসার সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ১০ পিস ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখার অপরাধে ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
|
গ্রেফতারকৃত আসামী কারুন মিয়া |
গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ কারুন মিয়া কিরোন(৩৯), পিতা- মৃত আক্কেল আলী, সাং- বীরভদ্র বালাটারী, ওয়ার্ড নং-৩০, থানা মাহিগঞ্জ, মহানগর, রংপুর
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাহিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনা-২ঃ গত ১৫/০৩/২০২১ খ্রি. রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন রংপুর সিটি কর্পোরেশনের ০৮ নং ওয়ার্ডস্থ কার্তিক মধ্যপাড়া মৌজাস্থ কার্তিক মধ্যপাড়া জামে মসজিদ এর সামনে কাচা রাস্তার উপর থেকে ১০ (দশ) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, ওজন ১ গ্রাম,মূল্য অনুমান-৩,০০০/- (তিন হাজার) টাকা, ০১ টি ব্যাটারী চালিত পুরাতন চার্জার রিক্সা, মূল্য অনুমান-৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা ও ০২ টি পুরাতন বাটন মোবাইল ফোন (০২ টি সিমসহ) মূল্য অনুমান (৭০০+৮০০)=১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা উদ্ধারসহ আসামী ১. মোঃ নাজমুল ইসলাম (৩০), পিতা-মৃত আল আমিন, মাতা- মোছাঃ রওশন আরা বেগম, ২. মোঃ আতিকুল ইসলাম (২৯), পিতা-মৃত আলফাজ হোসেন, মাতা-মোছাঃ ফজিলা বেগম, উভয় সাং-আরাজি বীরচরণ, থানা-হারাগাছ, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।
|
১০ (দশ) পিচ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আটক
|
ঘটনা-৩ঃ গত ১৫/০৩/২০২১ খ্রি. রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ কর্তৃক উক্ত থানাধীন উদয় নারায়ন মাছহাড়ি মৌজাস্থ বালাপাড়া একতা বাজার গ্রামে ধৃত আসামী মোঃ আমজাদ হোসেন এর বসত বাড়ির খুলিয়ান থেকে ৩০ (ত্রিশ) গ্রাম শুকনা গাঁজা উদ্ধারসহ আসামী মোঃ আমজাদ হোসেন (৪৮), পিতা- মৃত আলী আহম্মেদ, সাং-উদয় নারায়ন মাছহাড়ি, বালাপাড়া একতা বাজার, থানা- হারাগাছ, রংপুর-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর সারনি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়।
|
বাজার গ্রামে ধৃত আসামী মোঃ আমজাদ হোসেন |