Latest Post

 

বেপরোয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে রোগীর স্থানে মাদকসেবা ও সিন্ডিকেটের আড্ডাখানা

রুবেল ইসলাম,রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় বালা উপ-স্বাস্থ্য কেন্দ্রে কোন চিকিৎসা কার্যক্রম না থাকায় এখন মাদক সিন্ডিকেট মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক,সহকারি ফার্মাসিস্ট নিয়োগ থাকলেও চলছে না সেবা কার্যক্রম। হাসপাতালের জমি দখল করে গড়ে উঠেছে দোকান ব্যবসা প্রতিষ্ঠান ফলে নিচিহ্ন হয়েছে হাসাপাতাল। এলাকাবাসীর দাবী দ্রæ এই স্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় চালু করা।

মিঠাপুকুরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে রোগীর স্থানে মাদকসেবা ও সিন্ডিকেটের আড্ডাখানা
বড় বালা উপ-স্বাস্থ্য কেন্দ্র

 

 সরেজমিনে-উপজেলার যমুনাশ^রী নদী তীরবর্তী বড় বালা ইউনিয়নের বড় বালা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি গ্রামীণ জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ,ঔষধ পরামর্শ দেওয়ার লক্ষ্যে তৎকালীন সাংসদ শাহ মোঃ সোলায়মান আলম ফকির ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ১২ ডিসেম্বর ২০০৩ সালে উদ্বোধন করেন। প্রতিষ্ঠালাভের পর থেকে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক,সহকারি ফার্মাসিস্ট নিয়োগ থাকলেও হাসপাতালের মূল ফটকে ঝুলছে তালা,ভাঙ্গা জানালার ফাঁক দিয়ে দেখা যায় ময়লা স্তুপ পড়ে আছে জিংকসিন ফেন্সিডিলের বোতল।

মিঠাপুকুরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে রোগীর স্থানে মাদকসেবা ও সিন্ডিকেটের আড্ডাখানা
স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে পড়ে আছে ফেন্সিডিলের বোতল

 

স্থানীয় নং ওয়ার্ডের বাসিন্দা আনছার আলী গোপী জানান-এই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয় যাতে এই ইউনিয়নের মানুষকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য মিঠাপুকুরে যাওয়া না লাগে। বহু প্রতিশ্রæতি দিয়ে এই হাসপাতাল এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু এখানে নেই কোন ডাক্তার! নেই কোন এম্বুলেন্স! কোন ধরণের সুযোগ সুবিধা পায়নি এলাকাবাসী বলে জানায় তিনি।

মিঠাপুকুরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে রোগীর স্থানে মাদকসেবা ও সিন্ডিকেটের আড্ডাখানা
স্বাস্থ্য কেন্দ্রটির কোন জানালই রাখেননি মাদকসেবীরা

 

ছড়ান বাজারের তুলা ব্যবসায়ী বিপ্লব হোসেন ক্ষোপের বসে এই হাসপাতালকে ঘোড়ার ডিমের সাথে তুলনা করেন। তিনি আরও বলেন-এই হাসপাতালের দরজা-জানালা ভাঙ্গা,ঘরের ভেতর ময়লা আর্বজনার স্তপ।মাঝে মাঝে এখানে ডাক্তার আসে তবে তাদের ব্যবহার মাশআল্লাহ্।রোগীদের সাথে খারাপ আচরণ করাই যেন তাদের ধর্ম।এসময় তিনি ডাক্তারদের নিয়ে আরও নানাবিধ মন্তব্য করেন।

স্থানীয় লোকজন আরও বলেন-যদি কোন জরুরী রোগীকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যাওয়ার পূর্বেই রাস্তায় মারা যাওয়ার ঘটনা অহরহ বলে মন্তব্য করেন এলাকাবাসী।

মিঠাপুকুরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে রোগীর স্থানে মাদকসেবা ও সিন্ডিকেটের আড্ডাখানা
হাসপাতালের ভেতরে পড়ে আছে জিংসিন ও ফেন্সিডিলের বোতল

 

 

হাসপাতালটি অতি দ্রæ চালু করা এবং  দিবারাত্রি ২৪ ঘন্টায় রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি দখলদার হাত থেকে দখল কৃত জমি উদ্ধারের তাগিত স্থানীয় রাজনৈতিক নেতাদের।স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান জুয়েল এর সাথে কথা হলে তিনি জানান- এই হাসপাতালটি চালু হলে এই এলাকার প্রায় ২০ হাজার মানুষ চিকিৎসা সেবা পাবে।তিনি আরও বলেন এখানে দিবারাত্রি ২৪ ঘন্টা ডাক্তার থাকার কথা কিন্তু কোন ডাক্তার আসেও না আবার বসেও না তবে মাঝে মাঝে ডাক্তার আসেন। সপ্তাহে ২দিন শনিবার ও বুধবার অফিস খোলা হয় সেখান থেকে কিছু ঔষধ বিতরণ করা হয় তাও সীমিত। পাশাপাশি এই হাসপাতালের কিছু জমি বেদখল করে নানাবিধ ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি গড়ে তুলেছে কিছু ভূমিদস্যু। তাদের প্রতিহত করে হাসপাতালের ৩৩ শতাংশ জমি উদ্ধার করে হাসপাতালের রুপ প্রদান করতে হবে বলে তিনি দাবী করেন।

মিঠাপুকুরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে রোগীর স্থানে মাদকসেবা ও সিন্ডিকেটের আড্ডাখানা
স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান

 

 

বেদখল জমি উদ্ধারে একাধিকবার উচ্ছেদ করলেও কোন প্রকার কাজে আসছে না এবং রাতের আধারে আবার ঘর তোলেন দখলদাররা বলে মন্তব্য করেছেন স্থানীয় বড় বালা ইউপি চেয়ারম্যান সাহেব আলী সরকার। এসময় ‍তিনি দাবী করেন-থানা স্বাস্থ্য কর্মকর্তা চাইলে এই সমস্যা সমাধান করতে পারেন ।

আর সুশীল সমাজ সচেতন মহলের দাবী- স্বাস্থ্য কেন্দ্রটি চালু হলে সুবিধা পাবে দিনাজপুর রংপুর জেলার তিনটি উপজেলার সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন মিঠাপুকুর এতিম উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ। তিনি আরও বলেন-বড় বালা ইউনিয়ন থেকে প্রায় ৩৫ কিলোমিটার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রায় ২৫ কিলোমিটার দুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুতরাং এই অঞ্চলের মানুষদের জন্য চিকিৎসা পাওয়া খুবই দুষ্কর।তাই এই হাসপাতালটিকে নতুন রুপ দিয়ে চালু করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

 

 মিঠাপুকুরের ১৭টি ইউনিয়নের মধ্যে বর্তমানে উপ-স্বাস্থ্যকেন্দ্র চালু রয়েছে ১১টিতে আর বাকি ৬টিতে অবকাঠামো না থাকলেও নিয়োগ দেওয়া রয়েছে চিকিৎসক।

 


 তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আজ ২০ মার্চ ২০২১ শনিবার সকাল ১১ টায় "তিস্তা বাঁচাও আন্দোলন" এর উদ্যোগে 
 রংপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। স্থানীয় প্রেসক্লাব চত্বরে তিস্তা বাঁচাও আন্দোলনের আহবায়ক সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন অধ্যাপক আব্দুস সোবহান, শ্রমিক অধিকার আন্দোলনের সদস্য সবুজ রায়,নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সুলতানা আক্তার,শ্রমিক নেতা সালাউদ্দিন আহম্মেদ বাবু,সাংস্কৃতিক কর্মী নাসির সুমন প্রমুখ।
সমাবেশের সভাপতি পলাশ কান্তি নাগ বলেন,ভারত আন্তর্জাতিক নদী আইন লংঘন করে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীতে বাঁধ-ব্যারেজ নির্মান করে একতরফভাবে পানি প্রত্যাহার করছে। ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের কৃষি-পরিবেশ-প্রকৃতি বিপন্ন দশায় পতিত হচ্ছে। স্বাধীনতা পরবর্ত্তী সময়ে ক্ষমতাসীন সকল শাসকগোষ্ঠীর ভারতের প্রতি নতজানু নীতির কারণে আমরা পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছি। ভারত বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে সুন্দরবনে  প্রাণ-প্রকৃতি বিধ্বংসী রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মানসহ নানা অন্যায্য সুযোগ-সুবিধা আদায়ে তৎপর রয়েছে।
বক্তারা বলেন,তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সরকারের আলোচনা উত্থাপন করা উচিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবের পূর্বেই তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে সব ধরণের
তৎপরতা অব্যাহত রাখতে হবে।
উত্তরবঙ্গ তথা বাংলাদেশকে মরুকরণের বিপদ থেকে রক্ষা করতে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিকল্প নেই।
সমাবেশ থেকে সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানানো হয়।
সেইসাথে ভারতের পানি আগ্রাসন নীতির বিরুদ্ধে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে সোচ্চার হওয়ার আহবান জানান।

 প্রিয় সুধী/সম্মানিত নাগরিকবৃন্দ ,

কোভিড -১৯(covid-19) সংক্রমণের সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কর্তৃক সারাদেশে একযোগে মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আগামী কাল রংপুরের পৌরবাজারে রংপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মাস্ক বিতরণ ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, মেয়র, রংপুর সিটি কর্পোরেশন রংপুর ও অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন জনাব মোঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর মহোদয়।

উক্ত অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত ও করোনার সংক্রমণ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করার জন্য আপনাদের আন্তরিক ভাবে অনুরোধ করা হল।

তারিখ: ২১/০৩/২০২১ খ্রি.
সময়: সকাল ১০.৩০ ঘটিকা
স্থান : রংপুর পৌর বাজার চত্ত্বর

ধন্যবাদ।


 


 পলিথিন প্রতিরোধে অভিযান, জরিমানা ও ৫ টন পলিথিন জব্দ


পলিথিন ব্যাগ উৎপাদন, গুদামজাতকরণ ও বিক্রয় কার্যক্রম প্রতিরোধে রংপুরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আজ (১৮ মার্চ) রংপুর নগরের নবাবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। 


জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে। 


এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫ টন পলিথিন জব্দ করা হয়।


পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয় বলে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান। 

রংপুর নগরের বিভিন্ন এলাকায় পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হচ্ছে।

 পীরগ‌ঞ্জের শা‌নেরহা‌টে ৯ বছ‌রের শিশু ধর্ষ‌ন : ধর্ষক পলাতক

রুবেল ইসলাম,রংপুর

রংপু‌রের পীরগ‌ঞ্জের শা‌নেরহা‌টে ৯ বছ‌রের শিশু ধর্ষ‌নের অ‌ভি‌যোগ উঠে‌ছে। ঘটনা‌টি ঘ‌টে‌ছে উপ‌জেলার শা‌নেরহাট ইউ‌নিয়‌নের খোলাহা‌টি গ্রা‌মের ঘোনপাড়ায়।

এলাকাবাসী ও ভুক্ত‌ভোগির পা‌রিবা‌রিক সূ‌ত্রে জানা গে‌ছে-গত মঙ্গলবার বি‌কে‌লে ম‌র্জিনা (৯) ছদ্মনাম গরুর ঘাস কাট‌তে ‌গে‌লে উক্ত গ্রা‌মের ছামচুল মন্ড‌লের পুত্র এক সন্তা‌নের জনক সুমন মন্ডল (৩০) শিশু‌টির মু‌খে গামছা বেঁ‌ধে পাশ্ববর্তী ভুট্টা ক্ষে‌তে নি‌য়ে গি‌য়ে ধর্ষন ক‌রে।

পরবর্তী‌তে শিশু‌টি অসুস্থ হ‌য়ে পড়‌লে ঘটনা‌টি প্রকাশ পায়। অসুস্থ অবস্থায় বুধবার পীরগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে তা‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করার পরামর্শ দেয়।

এ‌দি‌কে ঘটনা‌টির মৌ‌খিক অ‌ভি‌যোগ পে‌য়ে পীরগঞ্জ থানার পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। পু‌লি‌শের উপ‌স্থি‌তি জান‌তে পে‌রে ধর্ষক সুমন পা‌লি‌য়ে যায়। এ রি‌পোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দা‌য়ের হয়‌নি।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget