সিনিয়র সাংবাদিক আলী আশরাফ ভাই চলে গেলেন না ফেরার দেশে
সিনিয়র সাংবাদিক আলী আশরাফ ভাই চলে গেলেন না ফেরার দেশে
রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ
রংপুর তথা উত্তরাঞ্চলের আলোকিত মানুষ, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিক বর্ষিয়ান সাংবাদিক, বাংলাদেশ টেলিভিশন'র সাবেক রংপুর বিভাগীয় প্রতিনিধি, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক বায়ান্নোর আলোর সাবেক নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ বেতার রংপুরের সাবেক নগর সংবাদদাতা আলী আশরাফ ভাই আমাদের মাঝে আর নেই! তিনি সোমবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউনَ)।
তার মৃত্যুতে রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোক বার্তায় সদর উপজেলা প্রেসক্লাবের ক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদূমী, সিনিয়র- সহসভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি খোকন মিয়া, সাধারন সম্পাদক খন্দকার মিলন আল মামুন, যুগ্ম সম্পাদক হাসান আল সাকিব, সদস্য-জুয়েল মিয়া, মানিক মিয়া, রকি আহমেদ, আলাউদ্দিন, সুমন মিয়া, মোস্তাফিজসহ ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ মরহুম সাংবাদিক আলী আশরাফ ভাইয়ের বিদেহী আত্নার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আল্লাহ্ যেন তেনাকে বেহেশত নসীব করেন। আমিন। রংপুরের সিনিয়র সাংবাদিক আলী আশরাফ ভাই জীবনদ্দশায় রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল, দৈনিক যুগের আলোসহ একাধিক পত্রিকায় দায়িদ্বশীল পদে থেকে কাজ করেছেন।
তিনি ব্রেনস্ট্রোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ্য অবস্থায় বাসায় চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে রংপুরের সাংবাদিক সমাজের এক অপূরণীয় ক্ষতিসাধন হয়ে গেলো। যা কখনো পূরণ সম্ভব নয়।
আলী আশরাফ ভাই আমাদের একজন ভালো অভিভাবক ছিলেন। তার জন্য সবাই দোয়া করবেন।