Latest Post

 সিনিয়র সাংবাদিক আলী আশরাফ ভাই চলে গেলেন না ফেরার দেশে

রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

রংপুর তথা উত্তরাঞ্চলের আলোকিত মানুষ, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিক বর্ষিয়ান সাংবাদিক, বাংলাদেশ টেলিভিশন'র সাবেক রংপুর বিভাগীয় প্রতিনিধি, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক বায়ান্নোর আলোর সাবেক নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ বেতার রংপুরের সাবেক নগর সংবাদদাতা আলী আশরাফ ভাই আমাদের মাঝে আর নেই! তিনি সোমবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউনَ‎‎‎)।



তার মৃত্যুতে রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোক বার্তায় সদর উপজেলা প্রেসক্লাবের ক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদূমী, সিনিয়র- সহসভাপতি মামুন অর রশিদ, সহ-সভাপতি খোকন মিয়া, সাধারন সম্পাদক খন্দকার মিলন আল মামুন, যুগ্ম সম্পাদক হাসান আল সাকিব, সদস্য-জুয়েল মিয়া, মানিক মিয়া, রকি আহমেদ, আলাউদ্দিন, সুমন মিয়া, মোস্তাফিজসহ ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ মরহুম সাংবাদিক আলী আশরাফ ভাইয়ের বিদেহী আত্নার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আল্লাহ্ যেন তেনাকে বেহেশত নসীব করেন। আমিন। রংপুরের সিনিয়র সাংবাদিক আলী আশরাফ ভাই জীবনদ্দশায় রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল, দৈনিক যুগের আলোসহ একাধিক পত্রিকায় দায়িদ্বশীল পদে থেকে কাজ করেছেন।
তিনি ব্রেনস্ট্রোক করে দীর্ঘদিন ধরে অসুস্থ্য অবস্থায় বাসায় চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে রংপুরের সাংবাদিক সমাজের এক অপূরণীয় ক্ষতিসাধন হয়ে গেলো। যা কখনো পূরণ সম্ভব নয়।
আলী আশরাফ ভাই আমাদের একজন ভালো অভিভাবক ছিলেন। তার জন্য সবাই দোয়া করবেন।

 

সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর


ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি অ্যাক্ট) মামলায় গ্রেফতার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন দিয়েছেন আদালত।

রোববার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তানভীর হাসান তানুকে। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পাশাপাশি তার পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।



সাংবাদিক তানুর আইনজীবী আরিফ এ তথ্য নিশ্চিত করেন।

গত ৬ ও ৭ জুলাই বিভিন্ন নিউজ পোর্টালে ‘ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০ টাকার খাবার দেওয়া হয়’ মর্মে একটি সংবাদ প্রচার হয়।

এ সংবাদ প্রচারের পরই হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। সংবাদটির জের ধরে হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি আইনে মামলা করেন। সেই মামলায় শনিবার সন্ধ্যায় তানুকে গ্রেফতার করে পুলিশ।

এ মামলায় অন্য দুই আসামি হলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।

শনিবার (১০ জুলাই) দিবাগত রাত একটার দিকে তানুর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।

এদিকে তানুকে গ্রেফতারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার মুক্তি দাবিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে জেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সামবেশ করেন সাংবাদিকরা। তারা তানুর মুক্তি ও সাংবাদিকদের নামে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


সুত্রঃ- বাংলাদেশ ট্রিবিউন


 রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগে ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক বৃটেন


রুবেল ইসলাম,রংপুর।।

বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত বর্তমান সভাপতি দেশরত্ন শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।কেন্দ্রীয় কমিটির নির্দেশ ও অনুমোদনে রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ শাখার ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনোনিত হয়েছেন কাওসারুজ্জামান বৃটেন ।

বৃটেনের হাতে মনোনিত চিঠি তুলে দিচ্ছেন মনির হোসাইন


গত ৯ই জুলাই রংপুর জেলা শাখা  স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক ও সাধারণ সম্পাদক ধনজিত ঘোষ তাপস এর স্বাক্ষরিত একটি চিঠি তুলে  তুলে দেন যুগ্ম সাধারণ সম্পাদক রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের মনির হোসাইন।



এ বিষয়ে বৃটেনের কাছে জানতে চাইলে - রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মনোনীত করায়-বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক এ, কে, এম আফজালুর রহমান বাবু সহ রংপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক ও সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি ।এছাড়া তিনি আরোও বলেন- সৎ ও নিষ্ঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন।

নেতা ও কর্মীদের নিয়ে বৃটেন


মনোনিত চিঠি হাতে পাওয়ার পর রংপুর শহরের প্রাণকেন্দ্র জেলা স্কুলের পাশে বঙ্গবন্ধু ম্যুারালে ফুল ‍দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেতা,কর্মী -সমর্থ করা তাকে ফুল দিয়ে বরণ করেন।



 কথিত সমাজপতির যোগসাজশে

 রংপুরে ৪' বছর ধরে একঘরে নিম্মআয়ের ১টি পরিবার 



ষ্টাফ রিপোর্টারঃ

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দোলাপাড়ায় জমি সংক্রান্ত জের ধরে একটি পরিবারকে চার ৪'বছর ধরে একঘরে করে রাখার অভিযোগ উঠেছে।শুধু তাই নয়,এমনকি মসজিদে নামাজ পড়তে দেয়া হয় না, পরিবারটির সদস্যদের।আবার, মক্তবে পড়তে যাওয়া শিশুটিকে মসজিদ থেকে বের করে দেয়া হয়েছে। তুচ্ছ ঘটনা ও জমি সংক্রান্ত   জেরসহ নিজের স্ত্রীকে সরকারী ভাবে ফিরিয়ে আনায়, কয়েকজন সমাজপতির বিরুদ্ধে এই অভিযোগ করেছে পরিবারটি। 


সম্প্রতি ওই পরিবারটির উপর হামলা ও আখ ক্ষেত নষ্ট করার অভিযোগে,রংপুর গংগাচড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, জেসমিন নাহার নামের ভুক্তভোগী এক নারী।



বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ও

থানায় দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায়,

 মানিক মিয়া, যাদু মিয়া ও মনু মিয়ার সাথে জমি ও তুচ্ছ ঘটনা নিয়ে অনেক দিন ধরেই বিরোধ চলে আসছিলো। তারই সুযোগকে কাজে লাগিয়ে কথিত উপরুক্ত সমাজপতিরা লোক সমাজে মিথ্যা-রটনা রটিয়ে সামাজিক ভাবে বিভিন্ন আচার অনুষ্টান এবং মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে পরিবারটিকে চার ৪'বছর ধরে একঘরে করে রাখা হয়েছে বলে, সত্যতা পাওয়া যায়।


ঘটনাস্থলে সামসুল হক,নিরঞ্জন মহন্ত,রমেশ চন্দ্র কর্মকারসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন 

স্থানীয়দের সঙ্গে কথা জানা যায়  -মানিক মিয়া,যাদু মিয়া ও মনু মিয়া কথিত সমাজপতি সেজে গ্রামে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, অবৈধ ক্ষমতার আধিপত্যের রাজত্বে গ্রামে বিভিন্ন বিচার সালিশে অর্থের বিনিময়ে দেওয়ানীদের ম্যানেজ করে  অন্যায় ও অবৈধ ভাবে অপরাধীদের পক্ষে দালাল হিসেবে কাজ করে থাকেন।এর সঙ্গে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদও জড়িত আছে বলেও জানা যায়।


ভুক্তভোগী জেসমিন নাহার বলেন, মানিক মিয়া, যাদু মিয়া ও মনু মিয়া পাড়ার দেওয়ানী। ওরা- যা করবে, গ্রামবাসী তাই মেনে নেবে! ওরা আমাদের উপর অনেক জুলুম করেছে, আর কত সহ্য করব, চার বছর ধরে সহ্য করতে করতে, 

 অসহ্য হয়ে গেছে তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। 


জেসমিন নাহারের স্বামী শহিদুল ইসলাম বলেন, মানিক , যাদু ও মনু মিয়া এই গ্রামের খুব প্রভাবশালী। আমার সন্তানকে মক্তবে যেতে দেয় না- ওরা।  এটি আমাদের উপর জুলুম। সরকারের ও রংপুরের মানবিক পুলিশ সুপার বিপ্লব সরকার এর  কাছে ন্যায় বিচার চাই। 


খলেয়া ইউনিয়নের বিট ইনচার্জ উপপরিদর্শক ফারুক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


গংগাচড়া থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 রংপুরে পিক-আপের ধাক্কায় অটোচালক নিহত


রংপুর অফিস

রংপুরে  পিক আপের ধাক্কায় কামাল হোসেন (৩৫) নামে এক অটো (ইজিবাইক) চালক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুই অটো যাত্রী। তাদের গুরতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




বৃহস্পতিবার (৮জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মর্ডান মোড়ের মডেল কলেজের সামনে রংপুর -ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রংপুর- ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।


পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর মর্ডান মোড় ধর্মদাস এলাকায় রংপুর থেকে একটি অটো রিকশা রংপুরের মিঠাপুকুর যাচ্ছিলো এ সময় বিপরীত থেকে মাছ বাহি একটি পিকআপ পিছন থেকে অটো রিকশাকে চাপা দিলে ঘটনা স্থলেই অটো চালক কামাল হোসেন নিহত হয়। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে রংপুর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধিন আছে ।


বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রো পলিটন পুলিশের তাজহাট থানার ওসি আখতারুজ্জামান বলেন- পিকআপটি অটোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে অটো চালক নিহত হন।বর্তামনে যান চলাচল স্বাভাবিক রয়েছেও বলে জানান তিনি।

 

মিঠাপুকুরের অবৈধভাবে তিনশত বছরের পূরাতন তেতুল গাছ কর্তনের অভিযোগ






মিঠাপুকুর প্রতিনিধিঃ
মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর বাসষ্টান্ডে প্রায় তিনশত বছরের পূরনো  একটি তেতুল গাছ কাটার সময় এলাকাবাসী আটক দিয়েছেন।বেশ কিছুদিন আগ থেকে স্হানীয় ইউ,পি সদস্য ছালাম মেম্বার ইউনিয়ন পরিষদ থেকে গাছটি কাটার আদেশ হয়েছে বলে গাছটি সুকৌশলে কাটছিলেন।ইতিমধ্যে গাছের সমস্ত ডালপালা কেটে নিয়ে গিয়েছেন।এলাকাবাসী গাছ কাটার বিষয়ে জানতে চাইলে,কখনো রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির, আদেশ বা কাজের জন্য কাটছেন,অথবা ফোরলেন কাজের জন্য চায়না কোম্পানি কাটতে বলছে বিভিন্ন অজুহাত দিতেন।আজ সকালে গাছের গোড়া কর্তন করার সময় স্হানীয় ব্যবসায়ী আলামিন মিয়া,শামীম মিয়া,মশিয়ার রহমান,শাহালম মিয়া গাছ কর্তন করা শ্রমিকদের কাছ থেকে গাছ কাটার নির্দেশনা বা বৈধ কাগজ আছে কি,না,জানতে চান।কিন্তু তারা পীরগন্জের ঠিকাদার জুয়েল রানাকে, ফোন দিতে বলেন।জুয়েল রানাকে ফোন দিলে তিনি জানান,সড়ক ও জনপদ বিভাগের পূর্বের টেন্ডারে গাছটি নিয়েছিলেন,কিন্তু স্থাপনা থাকায় কাটতে পারেননি।তার কাছে কাগজ চাওয়া হলে তিনি জানান,কাগজ আগামী কাল দেখানো হবে।ছালাম মেম্বারের সঙ্গে কথা হলে তিনি জানান,ডালপালা পল্লী বিদ্যুৎ কাটার সময় সেগুলো তিনি নিয়েছেন,এবং সেগুলো বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা করেছেন।পরে জেলা পরিষদ সদস্য মোঃএনামুল হক,গাছটি দেখার জন্য আসেন,এবং তিনি জেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন।জেলা পরিষদের সার্ভেয়ার ও নির্বাহী কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে ব্যবস্হা নিবেন বলে তিনি জানান।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget