মিঠাপুকুরে ৫ সন্তানের জনকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ
মিঠাপুকুরে ৫ সন্তানের জনকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ
রুবেল ইসলাম,রংপুর ।।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে তিন সন্তানের জননীকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে পাঁচ সন্তানের জনক ফজলুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক ফজলুল হক পলাতক আছেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আকিজ বিড়ির ফ্যাক্টরি থেকে বাড়িতে আসার পথে হত্যার হুমকি দিয়ে জনৈক ঐ নারীকে মুখে গামছা দিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে ফজলুল মিয়া ।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোতাহার হোসেন লাভলু মিয়া ও মহিলা ইউপি সদস্যার স্বামী মোঃ মোখলেছুর রহমান একাধিকবার বিচারের চেষ্টা করলে বিচারস্থলে ফজলুল ছেলেরা তার বাবাকে উপস্থিত করার সময় নেয়। নির্দিষ্ট সময়ে উপস্থিত না করে উল্টো বিচারকের হামলা চালায় তারা।
ধর্ষক ফজলুল মিয়া ইতিপূর্বে আরও অনেক মহিলার সাথে জোড়পূর্বক ধর্ষণ করার ও শালীনতাহানির চেষ্টা করেছে বলে দাবী করেন এলাকাবাসী । এছাড়াও সে সুদের ব্যবসা করে বলে অভিযোগ করেন কেউ কেউ।
চেংমারী ইউনিয়নে ইতিপূর্বে সে একজন মহিলার সাথে ধরা পড়লে তৎকালীন চেয়ারম্যান শামছুল ইসলাম তার বিচার করেন। এছাড়াও কুড়িগ্রাম ও লালমনির হাটে গিয়ে অনেক অনৈতিক কাজ করেন বলে দাবী করেন এলাকাবাসী । উপযুক্ত শাস্তি ও ধর্ষকের দাবী করেন স্থানীয় মহিলা ।
নাম প্রকাশে অনিশ্চুক একজন মহিলা বলেন- বাড়ি থেকে একটু অদূরে রাস্তারন পাশে কয়েকটি দোকান সেখান থেকে মাঝে মধ্যে ঔষধ কিংবা প্রয়োজনীয় খরচ স্বামীর অবর্ত মানে নিয়ে আসে মহিলারা । এধরণের ধর্ষকেরা যদি একটু ফাঁকা জায়গায় লুকিয়ে থেকে শালীনতা হানীর চেষ্টা করে তাহলে তো মহিলাদের বেঁচে থাকা দায় হবে আত্মহত্যা ছাড়া কোন উপায় থাকবে না বলে তিনি দাবী করেন ।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মিঠাপুকুর থানায় অভিযোগ দিলে প্রাথমিক ভাবে পুলিশ ভিকটিম সার্পেট নেয় এবং মামলা করার প্রস্তুতি চলছে ।