Latest Post

মিঠাপুকুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীর মৃত্যু


রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায়  জমি সংক্রান্ত সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় মাতুবা বেগম (৬০) নামে নারীর  মৃত্যু হয়েছে । স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিলে অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল হাসপাতালে নিলে সেখানে মারা যান ঐ নারী। 


শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে নয়টায় উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ কবিরাজ পাড়া গ্রামে জমি সংক্রান্ত জেড়ে দুগ্রুপের সংঘর্ষ  হয় । এতে আয়ু্ব আলী কবিরাজের স্ত্রী মাতুবা বেগম মারাত্মকভাবে আহত হয় ।সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ছড়ান বাজারে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে সাময়িক চিকিৎসা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান । সেখানে চিকিৎসাধীন  অবস্থায় দুপুড় আড়াইটার দিকে যান ঐ নারী । এতে পরিবারে নেমে আসে শোকের ছায়া ।

 

স্থানীয়রা জানায়- আয়ুব আলী কবিরাজ ও নুরইসলাম ক্যাতা মিয়া নামে এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে এক শতাংস  জমি নিয়ে বিরোধ চলছিলো।স্থানীয়ভাবে শালিশের মাধ্যমে আয়ুবআলী ক্যাতা মিয়াকে নিজস্ব দুই শতাংশ জমি দিতে রাজি হয়ে সুরাহা টানেন ।কিন্তু ক্যাতা মিয়া দুই শতাংস জমি না নিয়ে তিন শতাংশ জমির দাবী করেন।এ নিয়ে একাধিকবার মিমাংসা করার চেষ্টা করেন স্থানীয় প্রতিনিধিরা ।


মুঠোফোনে স্থানীয় চেয়ারম্যান সাহেব আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন- জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের দীর্ঘধরে বিরোধ চলছিলো ।

 এ ঘটনায় বড়বালা বিট পুলিশের সদস্যরা নুরইসলামসহ আরও দুইজন নারীকে আটক করেন।


 বদরগঞ্জে সন্ধ্যায় ঝগড়া, সকালে মিলল পল্লী চিকিৎসকের ঝুলন্ত লাশ


রংপুর প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলায়  আতিকুর রহমান (৩৭) নামে এক পল্লিচিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । নিহত আতিকুর মাদক সেবন করতেন বলে দাবী করেন পরিবার । মাদক সেবন সংক্রান্তে   ঘটনার আগের দিন বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয় ।
শুক্রবার (৬ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয় ।  আতিকুর রহমান ওই এলাকার ইউপি সদস্য ফজলুল হকের ছেলে ।
পুলিশ ও স্বজনরা জানায়, আতিকুর রহমান পেশায় পল্লী চিকিৎসক ছিলেন ।  সম্প্রতি বিভিন্ন কারণে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন ।  এ নিয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) বাবা ফজলুল হকের সঙ্গে তার ঝগড়া হয় ।  ওই রাতে নিজ শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন আতিকুর ।
শুক্রবার সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা ।  পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ।  পরে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ।
বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি ।  ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে ।  এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি ।

 মিঠাপুকুরে শেখ কামালের জন্মদিননুষ্ঠানে মায়ের জন্মতারিখ ভূল বলেলেন চেয়ারম্যান

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসন সরকার


রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ।এসময় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮ আগস্ট   জন্ম তারিখ না বলে নারী দিবসের ৮ই মার্চের বলেন উপজেলা চেয়ারম্যান।


বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপেজলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ।এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা এশারদ আলী দলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আখতার, ময়েনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছামছুল আলম, লতিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেয়ামুল হক মন্ডল, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ কামালের জন্মদিনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার বলেন- করোনা ভাইরাস সংকলনের সময় বিশাল আয়োজনের সুযোগ নেই। আজকে যারা এই জন্মদিন অনুষ্ঠানে এসেছেন তাদের আগামী রোববার আবার আমতলায় জন্মদিন পালনের জন্য দুপুর বারোটায় ডাকেনে এবং সেদিনও জন্মদিন পালন মিলাদ ও দোয়া পালন করার কথা বলেন।সেই সময় তিনি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ আগস্ট  এর জন্ম তারিখ না বলে নারী দিবসের ৮ই মার্চে তারিখ বলেন  ।

 মিঠাপুকুরে করোনা আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু 


রংপুর প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে এক পল্লীচিকিসৎকের মৃত্যু হয়েছে। মৃত্যু ঐ পল্লী চিকিৎসকের নাম মরুহুম ডাঃ আব্দুল মালেক।


বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রংপুর করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


সে উপজেলার বালারহাট ইউনিয়ের ২ নং ওয়ার্ডের কোনা পাড়া এলাকায় মৃত মজির উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বালাহাট নামক এলাকায় স্থানীয়দের পল্লী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

 প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় হত্যা,তরুণ গ্রেফতার

রুবেল ইসলাম, রংপুর

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিয়ের দিন ছুরিকাঘাতে মাদরাসাছাত্রী তারমিনা বেগম ফুলতি (১৪) হত্যা মামলার আসামি শাখাওয়াত হোসেনকে (১৮) গ্রেফতার করেছে থানা  পুলিশ।সোমবার (২ আগস্ট) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল কালিয়াকৈর এলাকার অভিযান চালায়। সেখান থেকে ফুলতি হত্যা মামলার আসামি শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়।


জানা গেছে, গত ২৮ জুলাই প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় মাদরাসাছাত্রী ফুলতিকে ছুরিকাঘাত করে শাখাওয়াত হোসেন। ঘটনার পাঁচ দিন পর গতকাল রোববার (১ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


এ ঘটনায় অভিযুক্ত যুবক শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে প্রথমে হত্যাচেষ্টা মামলা করা হয়। কিন্তু ফুলতির মৃত্যুর পর ওই মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।



মামলার এজাহার সূত্রে জানা গেছে, বড় বোনের শ্বশুরবাড়ির আত্মীয়তার সূত্র ধরে তারমিনা বেগম ফুলতির সঙ্গে শাখাওয়াত হোসেনের পরিচয়। এরপর থেকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ওই যুবক। কিন্তু তাতে সাড়া দেয়নি ফুলতি। গত ২৮ জুলাই বিয়ের দিনক্ষণ ঠিক হয় তারমিনার। ওইদিন বাড়িতে বিয়ের আয়োজন করার কথা ছিল।


বিয়ের সংবাদ জানতে পেরে ক্ষিপ্ত হয়ে বুধবার ভোরে পার্শ্ববর্তী মিঠাপুকুর থেকে উপজেলা থেকে মোটরসাইকেল চালিয়ে বদরগঞ্জে ফুলতিদের বাড়ি আসেন শাখাওয়াত। ঘুম থেকে ডেকে নিয়ে ঘরের দরজার সামনেই ফুলতিকে ছুরিকাঘাত করেন।


এসময় ফুলতি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে শাখাওয়াতকে ধাওয়া দিলে তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।


রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকালে মারা যায় ফুলতি। পরে ময়নাতদন্ত শেষে লাশ বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের সাজানো গ্রামে তাকে দাফন করা হয়।


 "আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি"

রংপুরে সৎ মাকে হত্যার চেষ্টা! প্রাণে বাচলেও পিটিয়ে

    হাত ভেঙ্গে দিয়েছেন ছেলে ও ছেলের বউয়েরা


নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরের কিসামত মাধবপুর ভাটেরগাও এলাকায় সৎ মাকে হত্যা চেষ্টা চালিয়েছেন ছেলে ও ছেলের বউয়েরা। তবে সৎ মা প্রাণে বাচলেও পিটিয়ে তার বাম হাত ভেঙ্গে দেয়া হয়।  ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৭টায় সদ্যপুস্করিনী ইউনিয়নের কিসামত মাধবপুর ভাটেরগাও এলাকায়। বর্তমানে ঐ সৎ মাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।



ঘটনার  বিবরনে প্রকাশ, রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের কিসামত মাধবপুর ভাটেরগাও এলাকার মরহুম আইনুদ্দিন মিয়ার ছেলে শুকুর আলী তার প্রথম স্ত্রী কবজান বেগম মারা যাওয়ার পর প্রায় সাড়ে তিন বছর পর ছেলে-মেয়েদের সম্মতিতে ২০০৮ সালে রংপুর নগরীর ১৪ নং ওয়ার্ডের মরিচটারির আব্দুল লতিব মিয়ার মেয়ে লতিফা বেগম(৩৬) কে বিয়ে করেন। বিয়ের পর তাদের এক ছেলে সন্তান জন্ম হয়। বর্তমানে লিখন নামে ঐ সন্তানের বয়স প্রায় ১০ বছর। লিখন বড় হওয়ার সাথে সাথে শুরু হয় সৎ মায়ের উপর সতীনের ছেলে, মেয়ে ও ছেলের বউদের অমানুষিক নির্যাতন। 

এরই জের ধরে গত রবিবার সকাল ৭টার দিকে ধানচাষ সংক্রান্ত পারিবারিক ঘটনার জেরধরে  তর্কাতর্কির এক পর্যায়ে স্বামীর অনুপস্থিতিততে বড় সতীনের ছেলে দেলোয়ার হোসেন, মনোয়ার হোসেন, দেলোয়ারের স্ত্রী মোছাঃ নুরি বেগম, মনোয়ারের স্ত্রী মোছাঃ পারুল বেগম, বটি, লাঠিসোঠা নিয়ে সৎ মাকে হত্যার উদ্দেশে তার উপর হামলা ও মারডাং শুরু করেন শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। একপর্যায়ে

তার আত্ন চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই পিঠিয়ে  বাম হাত ভেঙ্গে দেন। পরে  আশপাশের লোকজন এসে সৎ মা লতিফা বেগমকে উদ্ধার করে প্র্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অস্থার অবনতি হলে লতিফা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ৩২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। গলাসহ তার শরীরে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছ। মাকে বাচাতে গিয়ে লতিফার ১০ বছরের ছেলে লিখনকেও মারডাং করেন ও চোখের মধ্যে আঘাত করেন হত্যাচেষ্টাকারীরা।

এদিকে বড় সতীনের ছেলে দেলোয়ার হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, দেলোয়ারের স্ত্রী মোছাঃ নুরি বেগম, মনোয়ারের স্ত্রী মোছাঃ পারুল বেগম গং মামলা না করার জন্য লতিফার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকী দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 


এলাকার সচেতনমহল বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য আইনপ্রয়োগকারী সংশ্লিষ্ট সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Amader Rangpur news

Contact Form

Name

Email *

Message *

Argon Maltimedia Bangladesh. Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget