মিঠাপুকুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীর মৃত্যু
মিঠাপুকুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীর মৃত্যু
রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় জমি সংক্রান্ত সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় মাতুবা বেগম (৬০) নামে নারীর মৃত্যু হয়েছে । স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিলে অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল হাসপাতালে নিলে সেখানে মারা যান ঐ নারী।
শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে নয়টায় উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ কবিরাজ পাড়া গ্রামে জমি সংক্রান্ত জেড়ে দুগ্রুপের সংঘর্ষ হয় । এতে আয়ু্ব আলী কবিরাজের স্ত্রী মাতুবা বেগম মারাত্মকভাবে আহত হয় ।সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ছড়ান বাজারে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে সাময়িক চিকিৎসা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান । সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুড় আড়াইটার দিকে যান ঐ নারী । এতে পরিবারে নেমে আসে শোকের ছায়া ।
স্থানীয়রা জানায়- আয়ুব আলী কবিরাজ ও নুরইসলাম ক্যাতা মিয়া নামে এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে এক শতাংস জমি নিয়ে বিরোধ চলছিলো।স্থানীয়ভাবে শালিশের মাধ্যমে আয়ুবআলী ক্যাতা মিয়াকে নিজস্ব দুই শতাংশ জমি দিতে রাজি হয়ে সুরাহা টানেন ।কিন্তু ক্যাতা মিয়া দুই শতাংস জমি না নিয়ে তিন শতাংশ জমির দাবী করেন।এ নিয়ে একাধিকবার মিমাংসা করার চেষ্টা করেন স্থানীয় প্রতিনিধিরা ।
মুঠোফোনে স্থানীয় চেয়ারম্যান সাহেব আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন- জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের দীর্ঘধরে বিরোধ চলছিলো ।
এ ঘটনায় বড়বালা বিট পুলিশের সদস্যরা নুরইসলামসহ আরও দুইজন নারীকে আটক করেন।